রাশিয়ায় নতুন মার্কিন রাষ্ট্রদূতকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত বছর ইউক্রেনে সেনাবাহিনী পাঠানোর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের নাটকীয় অবনতির জন্য যুক্তরাষ্ট্র নিজেই দায়ী। ক্রেমলিনে এক টেলিভিশন অনুষ্ঠানে পুতিনের কাছে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক পরিচয়পত্র পেশ করেন নতুন মার্কিন রাষ্ট্রদূত লিন এম ট্রেসি। পুতিন তাকে উদ্দেশ করে এই মন্তব্য করেন। আলজাজিরার খবর অনুসারে, পুতিন নতুন মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে বলেন, ২০১৪ সালে ইউক্রেনে কালার বিপ্লবের প্রতি মার্কিন সমর্থন বর্তমান পরিস্থিতি সৃষ্টি করেছে। তিনি বলেন, প্রিয় ম্যাডাম অ্যাম্বাসেডর, আমি জানি আপনি হয়তো একমত হবেন না। কিন্তু আমি এটা না বলে পারছি না যে, ইউক্রেনে তথাকথিত কালার রেভ্যুলেশনিস্টদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, আজকের সংকটের পথে পরিচালিত করেছে।