ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ রণজিৎ গুহ আর নেই। গতকাল ভোরে অস্ট্রিয়ার ভিয়েনায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রণজিৎ গুহের পরিবারের বরাত দিয়ে ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।
দীপেশ চক্রবর্তী বলেন, রণজিৎ গুহ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। নানা রোগ ও বয়সের জটিলতায় আক্রান্ত হয়ে ভিয়েনার স্থানীয় সময় রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। রণজিৎ গুহের ১৯২৩ সালে ২৩ মে বরিশালের বাখরগঞ্জের সিদ্ধকাটি গ্রামে জন্মগ্রহণ করেন। দেশভাগের সময় পারিবারিকভাবে কলকাতায় চলে যান। ১৯৫৯ সালে রণজিৎ গুহ ভারত থেকে ইংল্যান্ডে পাড়ি জমান এবং সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে রিডার পদে যোগ দেন। নিম্নবর্গের ইতিহাস সাধনার অন্যতম পথিকৃৎ, ঔপনিবেশিক ভারতে কৃষক বিদ্রোহ নিয়ে লেখা একটি বইয়ের মাধ্যমে অসংখ্য মানুষের ইতিহাসচর্চার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন এ রণজিৎ গুহ।