ভারতের সঙ্গে বিবাদের শুরু থেকেই পার্লামেন্ট সদস্যদের মধ্যে বিভাজন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে মালদ্বীপের পার্লামেন্টে একটি ইস্যুকে কেন্দ্র করে বিরোধীদলীয় এমপিরা মুইজ্জুর দলের এমপিদের মারধর করে। সংসদে মূল অধিবেশন চলাকালে দলটির সংসদ সদস্য ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
মালদ্বীপের সংবাদমাধ্যম আধাদু জানিয়েছে, নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান বিরোধী দলের এমপিরা। এ সময় বিরোধী দলের এমপিদের চেম্বারে প্রবেশের বাধা দেন সরকারি দলের এমপিরা। এরপরই দুই দলের এমপিদের মধ্যে মারামারি ও চুল টানাটানি শুরু হয়।
এ ঘটনার পর প্রেসিডেন্ট মুইজ্জুর জোট একটি বিবৃতিতে স্পিকারের পদত্যাগের দাবি করেছেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিরোধী দলের এমপি ইসাকে বাধা দিচ্ছেন সরকারি জোটের এমপি আবদুল্লাহ শাহীম। ওই সময় আবদুল্লাহর চুল ধরে টানাটানি করে তাকে লাথি মারেন ইসা। এ ছাড়া স্পিকারের কানের কাছে জোরে জোরে বাঁশি বাজাতে দেখা গেছে এমপি আবদুল্লাহ শাহীমকে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        