অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলে ইসরায়েলি ট্যাংক ও বিমান হামলায় কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল স্থানীয় হাসপাতাল সূত্র হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। একই সময়ে মিসর সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলীয় রাফাহতে ট্যাংক নিয়ে আরও অগ্রসর হয়েছে ইসরায়েলি সেনা। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের পাশাপাশি লেবানন সীমান্তেও হামাসের মিত্র হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াই তীব্রতর হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজার কেন্দ্রীয় অঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ট্যাংকের গোলাবর্ষণে আটজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে গাজা সিটিতে একটি বাড়িতে বিমান হামলায় নিহত হয়েছেন ছয়জন। উত্তরাঞ্চলীয় বেইত হনুন শহরে একটি গাড়িতে হামলা চালালে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হন। তবে এসব হামলায় কতজন যোদ্ধা আর কতজন বেসামরিক নাগরিক ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। দক্ষিণাঞ্চলীয় রাফাহ ইসরায়েলি বাহিনী মে মাস থেকে অভিযান চালিয়ে আসছে। সেখানেও ট্যাংক ও বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শহরের পূর্বাংশে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসরায়েলি বাহিনী সেখানে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস করেছে।