ফিলিস্তিনের সমর্থনে ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সেন্ট্রাল লন্ডনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। ফিলিস্তিন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) কর্তৃক আয়োজিত এই বিক্ষোভটি শনিবার পার্ক লেন থেকে শুরু হয়ে পার্লামেন্টের নিকটবর্তী গিয়ে শেষ হয়। খবর বিবিসির। স্কটল্যান্ড ইয়ার্ডের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার জন স্যাভেল বিক্ষোভটিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তিনি জানান, বিক্ষোভ করার অধিকারের সঙ্গে সঙ্গে অন্যের চলাচলে যাতে বিঘ্ন না হয় সেটিও খেয়াল রাখা হচ্ছে। গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ৪৪ হাজার জন নিহত এবং প্রায় ১ লাখ ৪ হাজার জন আহত হয়েছেন।
যুদ্ধটি শুরুর পর পিএসসি-এর তথ্যমতে লন্ডনে ২২তম বারের মতো ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ আয়োজিত হলো।
এদিকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই তিনি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান। সেই সঙ্গে বন্দিবিনিময় চুক্তিও করতে চান। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এ কথা জানিয়েছেন।
ব্রিটিশ পার্লামেন্টের ৬০ সদস্যের আহ্বান : ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সের ৬০ সদস্য ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছেন। তারা তেল আবিবের সঙ্গে যে কোনো ধরনের অর্থনৈতিক বা বাণিজ্যিক চুক্তি করা থেকে বিরত থাকার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।