২৭ জুলাই, ২০২০ ১৩:০০

‘করন আল মানাজিল’এবারের হজের একমাত্র মিকাত

অনলাইন ডেস্ক

‘করন আল মানাজিল’এবারের হজের একমাত্র মিকাত

এবারের হজে হাজি  সীমিত হওয়ায় মক্কার নিকটস্থ ‘করন আল মানাজিল’ কে একমাত্র মিকাত হিসেবে ব্যবহার করা হবে। ইতিপূর্বে এটি নাজদ অঞ্চলের লোকদের জন্য ব্যবহৃত হয়। সাধারণত হজের সময় এ মিকাত দিয়ে উপ-সাগরীয় অঞ্চল ও পূর্ব এশিয়া থেকে আগত হাজিরা এটিকে মিকাত হিসেবে ব্যবহার করে।

হজ বা ওমরা পালনের জন্য বিভিন্ন স্থান থেকে আগত হাজিদের ইহরাম পরিধানের সর্বশেষ নির্ধারিত স্থান হলো মিকাত। রাসুল (সা.)-এর যুগে বিভিন্ন স্থান থেকে আগত হাজিদের মিকাত বা নির্ধারিত স্থানের সীমারেখা ছিল চারটি। পরবর্তীতে উমর (রা.) আরও একটি যুক্ত করেছিলেন।

করন আল মানাজিল মিকাতের পাশে অবস্থিত আস সাইল আল কাবির মসজিদ সৌদি আরবের প্রশিদ্ধ একটি মসজিদ। হাজিদের জন্য এখানে নানা রকম সুযোগ-সুবিধা থাকে।

মক্কাস্থ উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের অধ্যাপক ড. আদনান আল শরিফ এ মিকাত সম্পর্কে বলেন, এ স্থানটি প্রিয়নবী মুহাম্মাদ (সা.)-এর জীবনে সঙ্গে সম্পৃক্ত। রাসুল (সা.) তায়েফ অবরোধের সময় এ স্থানটি অতিক্রম করেছিলেন। সৌদি সরকার এটিকে হাজিদের মিকাত নির্ধারণ করে মিকাত করন আল মানাজিলের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর