ভারতজুড়ে অসহিষ্ণুতা বিতর্কের জেরেই স্থির করেছিলেন ভারতে আর পা রাখবেন না। কিন্তু সব রাগ-ক্ষোভ ভুলে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এলেন পাকিস্তানের গজল সম্রাট গুলাম আলি। শুধু আসলেন না, গানও গাইলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আমন্ত্রণেই মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনর্সাটে গান গাওয়ার আগে কলকাতার শ্রোতাদের উদ্যেশ্যে গুলাম আলি জানালেন, ‘আজ আমি খুব খুশি। গত ৩০ থেকে ৩৫ বছর ধরে কলকাতায় আসছি। কিন্তু এবার মনে হচ্ছে যে আমি অর্ধ শতাধিক বছর পর কলকাতায় এলাম। আমি এতটাই মনমরা ছিলাম কিন্তু এখানে এসে আমার মন খারাপের দিন শেষ হয়ে গেল। যুক্তরাষ্ট্রসহ যেখানেই আমি গান গাইতে যাই না কেন এই কলকাতা শহরের কথা আমি তুলে ধরবো’।
এমব্রয়ডারীর কুর্তা-পাজামা এবং শাল পরে ছেলে আমিরকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে গান গাইতে এসে মমতা বন্দোপাধ্যায়ের প্রশংসা করেন গুলাম আলি। তিনি বলেন ‘আমি তাঁর (মমতা) কাছে কৃতজ্ঞ। সরস্বতীর বেশে তিনি আমাদের এই অনুষ্ঠান করতে সাহায্য করেছেন’। শিল্পী আরও জানান, ‘আমি গান গাইতে জানি না। আমি কেবল বুঝি কেমন করে শুনতে হয়’।
এদিন শিল্পীকে শাল ও স্কার্ফ দিয়ে স্বাগত জানান মমতা বন্দোপাধ্যায়। পরে ধর্মীয় সহিষ্ণুতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতাও জানান, ‘আমাদের একটাই ধর্ম মানবিকতার। যেটা সার্বজনীন। স্বামী বিবেকানন্দের সহিষ্ণুতার কথা বলেছিলেন। আর তাঁর জন্মতিথিতে গুলাম আলির জলসা অন্যরকম অনুভূতি দেবে’।
আজকের অনুষ্ঠান গুলাম আলিকে উৎসর্গ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘শিল্পীর কোন নির্দিষ্ট ঠিকানা হয় না, সীমানা হয় না। সারা বিশ্বজুড়েই শিল্পীর আনাগোনা। পশ্চিমবঙ্গ আপনাকে সবসময় ভালবাসে এবং সবসময় স্বাগত জানাবে। আগামী দিনেও পশ্চিমবঙ্গে আসার দাওয়াত রইল’।
গুলাম আলির গান শুনতে এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। রাজ্যটির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চিত্রপরিচালক মহেশ ভাট, সঙ্গীশিল্পী রশিদ খান, তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ক, মন্ত্রীসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
প্রসঙ্গত, ভারতের উগ্র হিন্দুপন্থী দল শিবসেনার হুমকির জেরে গত বছরের অক্টোবর মাসে মুম্বাইের অনুষ্ঠান বাতিল হয় গুলাম আলির। এরপর ৮ নভেম্বর দিল্লিতে ওই অনুষ্ঠান করার জন্য সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকে আমন্ত্রন পেলেও সেই অনুষ্ঠানে যেতে চাননি তিনি। ভারতের মাটিতে অনুষ্ঠান করতে না পারায় নিজের ক্ষোভও প্রকাশ করেন গুলাম আলি।
মুম্বাইয়ের অনুষ্ঠান বাতিল হওয়ার পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গুলাম আলিকে কলকাতায় গান করার অনুরোধ জানিয়েছিলেন। মমতার সেই আমন্ত্রণে সাড়া দিয়েই ১৯৮১ সালের পর ফের কলকাতায় গান গাইলেন এই গজল সম্রাট।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব