একটা সময় সারা ভারতের চালিকাশক্তি ছিল এই পশ্চিমবঙ্গ। একসময় এ রাজ্যে রবীন্দ্র সঙ্গীত শোনা যেত কিন্তু তার বদলে সেই পশ্চিমবঙ্গেই এখন বোমের আওয়াজ শোনা যায়। বিধানসভা নির্বাচনের ঠিক আগে পশ্চিমবঙ্গ সফরে এসে রাজ্যের শাসকদল তৃণমূল সরকারকে এভাবেই তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের শুরু থেকেই পরিবর্তনের সরকার নিয়ে কটাক্ষ করেন অমিত শাহ।
তিনি বলেন, ‘আমাদের আশা ছিল পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নতি হবে। এরাজ্য আবার হারানো গৌরব ফিরে পাবে। তার বদলে আরও পিছনের সারিতে চলে যাচ্ছে এই রাজ্য। সারদা আর্থিক কেলেঙ্কারি থেকে শুরু করে নারদা চারিদিকে দুর্নীতিতে ছেয়ে গেছে। ৩৪ বছরে বামদের আমলে অনেক শিল্প-কারখানা বন্ধ হয়েছে। আর মমতার শাসনকালে এরাজ্যে কারখানা হয়েছে ঠিকই কিন্তু সেটা বোমা তৈরির কারখানা। বোমার আতঙ্কে রাজ্যের মানুষ আজ ভীত। একসময় পশ্চিমবঙ্গে রবীন্দ্র সঙ্গীতের আওয়াজ শোনা যেত, এখন সেখানে বোমের শব্দ শোনা যায়।
এদিনের সাংবাদিক সম্মেলন থেকে বাংলাদেশি অভিবাসী ইস্যুটিকেও সামনে আনেন বিজেপি সভাপতি। তাঁর অভিযোগ ভোট ব্যাঙ্কের স্বার্থে মমতার সরকার অনুপ্রবেশকে মদদ দিচ্ছে। পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ সমস্যা মিটে যাবে বলে আশা করা হয়েছিল কিন্তু মমতার শাসনকালে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ হয়নি। উল্টে এই সমস্যা আরও বেশি করে দেখা দিয়েছে। তার আরও অভিযোগ মমতা কারণেই শুধু পশ্চিমবঙ্গেই নয়, সারা ভারতের নিরাপত্তার কাছে হুমকির কারণ হয়ে দেখা দিয়েছে এই অনুপ্রবেশ ইস্যুটি।
দুর্নীতি নিয়েও তৃণমূলের সরকারকে তোপ দাগেন অমিত শাহ। তিনি বলেন, ‘৩৪ বছরের বাম অপশাসনের ছায়া নেমে এসেছে তৃণমূলের ৫ বছরে। তার অভিযোগ বাম আমলে ভুঁইফোঁড় অর্থলগ্নিকারী সংস্থা ‘সারদা’র জন্ম হয়েছে, আর মমতার সময়ে তার বাড়বাড়ন্ত ঘটেছে।
পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোট নিয়েও আক্রমণ করতে ছাড়েননি শাহ। তিনি বলেন, কেরলে দুই দল মুখোমুখি লড়াই করছে আর এখানে গলায়-গলায় ভাব।
বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসকে এক মুদ্রার দুই পিঠ বলে উল্লেখ করে বিজেপি সভাপতি পরিস্কার করে জানিয়ে দেন ‘মমতা দিদি কিংবা বামেদের সাথে আমরা (বিজেপি) কখনওই জোট বাঁধবো না কারণ আমরা অনুপ্রবেশ, দুর্নীতিকে সমর্থন করি না’।
প্রসঙ্গত, আগামী ৪ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শুরু হচ্ছে। মোট ছয় দফায় এই ভোট শেষ হবে আগামী ৫ মে। গণনা ১৯ মে।
বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ, ২০১৬/ রশিদা