আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ৪৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজ্যের ভোট হবে উত্তর চব্বিশ পরগনা জেলার ৩৩ এবং হাওড়া ১৬ আসনে। ভোট শুরু হবে সকাল ৭টা থেকে, বিরতি ছাড়াই চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দুই জেলা মিলিয়ে মোট ভোট গ্রহণ কেন্দ্র ১২,৪৮১। মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৮ লাখ ১৭ হাজার ৩৪৫ জন। এ দফায় মোট ৩৪০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৪০ জন।
হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, খাদ্য সরবরাহ দফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, আইন মন্ত্রী চন্দ্রিমা ভট্টচার্য, কৃষি মন্ত্রী পূর্ণেন্দু বসু, পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু, অনান্য অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী উপেন বিশ্বাস, কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়, শেচ মন্ত্রী রাজীব বিশ্বাস প্রমুখ।
এছাড়াও রয়েছেন সাবেক মন্ত্রী (বর্তমানে কারাগারে) তৃণমূলের প্রার্থী মদন মিত্র, সাবেক মন্ত্রী সিপিআইএম প্রার্থী অসীম দাশগুপ্ত। বিজেপি’র রূপা গাঙ্গুলী, তৃণমূলের লক্ষীরতন শুক্লা, কংগ্রেসের তাপস মজুমদার প্রমুখ।
নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ করতে প্রতিটি জায়গাতেই থাকছে কেন্দ্রীয় বাহিনীরর কড়া নজরদারি। আগের তিনটি দফায় সহিংসতার ঘটনা ঘটায় চতুর্থ দফায় দুই জেলাতেই প্রায় ৯০ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৬৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ২২ হাজার রাজ্য পুলিশ কর্মী থাকছে। ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে শুক্রবার রাত থেকেই কেন্দ্রীয় বাহিনী একাধিক জায়গায় তদারকি করতে দেখা যায়।
আগের তিন দফা থেকে শিক্ষা নিয়ে দেশটির নির্বাচন কমিশনও বেশ কঠোর মনোভাব নিয়েছে। কর্তব্যে গাফিলতি হলে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। নিরাপত্তা ও গোলমাল রুখতেই ভোটের দিন ৪৯টি কেন্দ্রেই জারি থাকবে ১৪৪ ধারা। ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ছয়টি স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/মাহবুব