মেট্রো ছুটছে তীব্র গতিতে। কিন্তু নেই কোন চালক। বিদেশে এমন ঘটনা স্বাভাবিক হলেও এবার কলকাতায়ও চলবে চালকহীন মেট্রো রেল।
ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে আসা ১৪টি রেল তৈরি হবে এমন প্রযুক্তিতে যা চলবে স্বয়ংক্রিয়ভাবে। স্টেশন এলে থামবে, আবার নির্দিষ্ট সময়েই চলা শুরু করবে এই রেল।
কিন্তু কলকাতার যাত্রীরা তো এমন পরিষেবায় অভ্যস্ত নন। তাই যাত্রীদের মাঝে আতঙ্ক থাকবে এটাই স্বাভাবিক। যাত্রীদের মনে সাহস জোগাতেই রেলের সামনের কক্ষে থাকবেন একজন মোটরম্যান। যদিও তার কোন কাজ থাকবে না। পিছনের কেবিনটি থাকবে ফাঁকা। সাধারণ মানুষের ভয় কমাতেই সামনের কেবিনে শুরুর দিকে এক মোটরম্যানকে রাখা হবে। যাত্রীরা অভ্যস্ত হয়ে গেলে মোটরম্যানের আর প্রয়োজন থাকবে না।
তবে রেকগুলো হবে বর্তমান রেকের তুলনায় ছোট। ছ'টি কোচ মিলিয়ে হবে একটি রেক। মোট ৮৪টি কোচ আসবে। এখন কলকাতা মেট্রোয় যে রেকগুলো চলে সেগুলো আট কোচের। কিন্তু স্বয়ংক্রিয় চালকহীন রেকগুলোকে আকারে একটু ছোটই রাখতে চাইছেন মেট্রোকর্তারা। যাতে কোন রকম দুর্ঘটনার সম্ভাবনা না থাকে। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের ভারপ্রাপ্ত সংস্থা কেএমআরসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালের জুন মাস থেকেই শিয়ালদহ-সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম ধাপের পরিষেবা শুরু হয়ে যাবে।
১৪টি রেক আসা শুরু করবে ২০১৭ সালের মাঝামাঝি থেকেই। তারপর শুরু হবে পরীক্ষামুলক যাত্রা। রেল মন্ত্রনালয়ের পক্ষ থেকে আগেই নতুন এই রেকের জন্য ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেভাবেই শুরু হয়েছে রেক তৈরির কাজ। বিইএমএলকে দেয়া হয়েছে রেক তৈরির দায়িত্ব। মডেলও পছন্দ করা হয়েছে। আপাতত এখন বছর ঘোরার অপেক্ষা। তারপরই কলকাতা শহর দেখা মিলবে চালকহীন এই রেল।
বিডি-প্রতিদিন/০৫ মে, ২০১৬/ হিমেল-০৫