আজ পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মজয়ন্তী।
সকাল ছয়টা থেকে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রবীন্দ্রসুর ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে। সকালে 'হে নুতন দেখা দিক আরবার...’ গানের মধ্যে দিয়ে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানের শুরু হয়।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের ছাত্র-ছাত্রীরা। উদ্বোধনী সঙ্গীতের পর কবির জন্মকক্ষ, প্রয়াণ কক্ষ ও কবির মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী।
কবিগুরুর সাধের বিশ্ব ভারতীতেও যথাযথ মর্যাদায় স্মরণ করা হচ্ছে কবিগুরুকে। এদিন ভোরে বৈতালিকের মধ্যে দিয়ে কবি প্রণামের সূচনা হয়। বৈশাখের তীব্র দহন জ্বালাকে উপেক্ষা করেই অসংখ্য রবীন্দ্র অনুরাগী সেজে উঠেছিলেন নতুন পোশাক আর ফুলের মালায়। কবিগুরুর গানে, কবিতায় আকাশ-বাতাশ মুখরিত হয়ে ওঠে চারিদিক।
রবীন্দ্রনাথকে নিয়ে রাজ্যটির গণমাধ্যমগুলোতে দিনভর বিভিন্ন অনুষ্ঠান ও টকশো'র আয়োজন করা হয়েছে। এছাড়াও পাড়ায় পাড়ায় প্রভাতফেরি, নাটক, গান, নৃত্য, আর কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়েছে। কঁচিকাচা থেকে বয়স্ক প্রত্যেকেই মেতে উঠেছেন গুরুদেবকে নিয়ে।
বিকেল পাঁচটায় পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষে কবি প্রণাম অনুষ্ঠান হবে কলকাতার রবীন্দ্রসদন সংলগ্ন ক্যাথিড্রাল রোড মঞ্চে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা।
এদিকে টুইটারে কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী অরুণ জেটলি, তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, সিপিআইএম’এর সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। টুইট বার্তায় মোদী জানান ‘আমি গুরুদেব ঠাকুরের জন্মবার্ষিকীতে তাকে নত মস্তকে শ্রদ্ধা জানাই। তিনি ছিলেন একজন বহুমুখী ব্যক্তিত্ব, যার গভীর চিন্তা, লেখা সবসময় অনুপ্রাণিত করে।
বিডি-প্রতিদিন/০৫ মে, ২০১৬/ হিমেল-০৭