সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে ফের হাইকোর্টের তোপের মুখে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। রবিবার কলকাতা টোয়েন্টিফোরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওইদিন শুনানিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, সিভিক ভলান্টিয়ার নিয়োগের সময় কতজন পরীক্ষা দিয়েছিলেন একদিনে? এখানেই শেষ নয়, একদিনে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেন, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
আদালত সূত্রে খবর, সিভিক ভলান্টিয়ার নিয়োগ মামলা শুরু হওয়ার পর জানা যায়, বাঁকুড়ার বারিকুল থানায় একদিনে ৮৭৫ জন পরীক্ষা দেন। রাজ্যের আইনজীবীর কাছ থেকে এই তথ্য পাওয়ার পরেই কার্যত ক্ষুব্ধ হন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। বিচারপতির প্রশ্ন, একদিন মানে ১৪৪০ মিনিটে কী করে ৮৭৫ জন ইন্টারভিউ পরীক্ষা দেন? আইনজীবীমহল মনে করছে, সিভিক ভলান্টিয়ার নিয়োগ মামলায় রাজ্যের তথ্য এবং পরিসংখ্যান নিয়ে যে বেশ অসন্তুষ্ট বিচারপতি, তা কার্যত পরিস্কার বিচারপতির বক্তব্যেই।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে একবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। সিভিক ভলান্টিয়ার নিয়োগে কী গাইড লাইন আছে, সে বিষয়ে ওইদিন জিজ্ঞাসা করেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রত্যেকটি নিয়োগেরই একটি নিয়ম থাকা দরকার। নিয়োগে যদি কোন নিয়ম থাকে, তাহলে সেটা বাধ্যতামূলকভাবে পালন করা উচিত। আর এরপরই সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নিয়োগ নিয়ে যে অনিয়ম হয়েছে তাও কার্যত মেনে নেয় আদালত। সেই মামলায় নতুন করে ফের তোপের মুখে রাজ্য সরকার। ভোটের ফলাফল বের হওয়ার আগে কার্যত সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে যে অস্বস্তি বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর ডট কম।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৬/মাহবুব