প্রতি মাসে গড়ে কয়েকশ' বাংলাদেশিসহ বিদেশি রোগী চিকিৎসার জন্য ভারতে আসেন। তাদের একটা বড় অংশ আসেন কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে। রোগীদের প্রায় প্রত্যেকেই নগদ রুপি নিয়ে আসেন এখানে। কিন্তু ৫০০ ও ১০০০ নোট বাতিলের ফলে বিপাকে পড়েছেন সেই সব রোগীরা। ৫০ কিংবা ১০০ রুপির নোট নিলেও বড় নোট নিচ্ছেন না হাসপাতালগুলি। ফলে খুচরো সমস্যার কারণে অনেকেই চিকিৎসা না করিয়েই দেশে ফিরে গেছেন, অনেকে আবার ফিরে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছেন।
এই সমস্যা সমাধানে বিশেষ ব্যবস্থা চালু করল কলকাতার মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল। রোগীদের জন্য চালু করেছে ক্যাশলেস চিকিৎসা পরিসেবা। নতুন এই পরিসেবায় প্রাথমিক ভাবে কোন রুপি ছাড়াই হাসপাতালে ইমারজেন্সি রোগীকে ভর্তি ও চিকিৎসা করানো যাবে। তবে সেক্ষেত্রে সেই রোগীদের সঙ্গে নিয়ে যেতে হবে একজন স্থানীয় গ্যারান্টারকে। তার ভিত্তিতেই বাংলাদেশ থেকে আসা রোগীরা ওই পরিষেবার সুযোগ পাবেন।
খুচরো সমস্যা মেটাতে সোমবারই এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে মেডিকা কর্তৃপক্ষ। বৈঠক শেষে মেডিকার চেয়ারম্যান ড. অলোক রায় জানান ‘আমরা চাই না যে অর্থের অভাবে রোগীদের অপারেশন বন্ধ হয়ে যাক। যাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা ইমারজেন্সি অস্ত্রোপচার করতে হবে, সেই সব রোগীদের প্রথমে চিকিৎসা করানো হবে, পরে সেই বিল মেটাতে হবে। ভারতীয় রোগীদের ক্ষেত্রে বৈধ পরিচয়পত্র থাকলেই হবে (আধার কার্ড, এপিক কার্ড)। কিন্তু বাংলাদেশ থেকে আসা রোগীদের ক্ষেত্রে একজন স্থানীয় গ্যারান্টার আনতে হবে। তাহলেই মিলবে এই সুবিধা’।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন