আনুষ্ঠানিক উদ্বোধন হল ৪১ তম কলকাতা আন্তর্জাতিক বই মেলার।
বুধবার সন্ধ্যায় কলকাতার ইষ্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন মিলন মেলা প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন কোস্টারিকার বিশিষ্ট লেখক রোক্সানা পিন্তো লোপেজ। ৪১ বার কাঠের ঘন্টা বাজিয়ে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করেন লোপেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও ছিলেন সাহিত্যিক নীরেন্দ্র নাথ চক্রবর্তী, পশ্চিমবঙ্গের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি, বিদুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পূর্ত, ক্রীড়া ও জনকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতা পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্ত, বইমেলার আয়োজক পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ড’এর সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি, গিল্ডের সভাপতি শুধাংশু শেখর রায় প্রমুখ।
মেলা চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ’। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কোস্টারিকা, মিশর, রাশিয়া, স্পেন, বলিভিয়া সহ ২৯ টি দেশের অংশ নিচ্ছে এবারের বইমেলায়। এবার মেলার ‘থিম দেশ' লাটিন অ্যামেরিকার ছোট্ট দেশ কোস্টারিকা। মেলায় স্টলের সংখ্যা প্রায় ৮৫০। মেলার উদ্বোধনী দিনেই মমতা ব্যানার্জির ছয়টি বইয়েরও আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উল্লেখ্য, বাংলাদেশের দিনাজপুরেরর কান্তজিও মন্দিরের আদলেই হচ্ছে এবারের বাংলাদেশ প্যাভিলিয়ন। প্রায় সাড়ে তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে থাকছে এই প্রাভিলিয়নটি। মোট ৩১ টি প্রকাশনা সংস্থা এবারের বই মেলায় অংশ গ্রহণ করছে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান থাকছে ৫ টি। এছাড়াও আগামী ৫ ফেব্রুয়ারি উদযাপিত হবে বাংলাদেশ দিবস। এ উপলক্ষ্যে ওই দিন বিকালে বইমেলার এসবিআই অডিটোরিয়ামে ‘বাংলাদেশের কবিতা’ শির্ষক একটি সেমিনার ও বাংলাদেশের প্রখ্যাত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়াও থাকবেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু, বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুকমি।