কলকাতায় শুরু হলো নান্দীপট আয়োজিত 'প্রাঙ্গণেমোর বাংলাদেশ নাট্যোৎসব ২০১৭'। শুক্রবার সন্ধ্যায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কাউন্সিল রিলেশন (আইসিসিআর)-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। ৬ দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন মঞ্চায়িত হবে প্রাঙ্গণমোরের জনপ্রিয় ৭টি নাটক।
নাট্য উৎসবের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও নির্দেশক বিভাস চক্রবর্তী, অভিনতা-নাট্যকার-নির্দেশক ও তৃণমূলের সাংসদ অর্পিতা ঘোষ, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (কলকাতা) পরিচালক গৌতম দে এবং বালাদেরশের বিশিষ্ট অভিনেতা-নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ, অভিনেতা ও নির্দেশক লিয়াকত আলী লাকী, কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. মোফাকখারুল ইসলাম।
এই নাট্যোৎসব চলাকালীন প্রাঙ্গণেমোর নাট্যদল কলকাতার বিশিষ্ট ৭ জন নাট্যপ্রেমী ও নাট্য ব্যক্তিত্বকে সম্মানা প্রদান করবেন। তারা হলেন অমলেশ দাশগুপ্ত, সেলিম উর রহমান, মনতোষ কুমার সাহা, সৌমিত্র মিত্র, সমর মিত্র, গৌতম হালদার ও অঞ্জন কাঞ্জিলাল।
নান্দীপটের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ডেপুটি হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. মোফাকখারুল ইসলাম। তিনি জানান, এই নাট্যাগোষ্ঠীটি বাংলাদেশে একটি স্বনামধন্য নাট্য গোষ্ঠী হিসাবে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। এই উদ্যোগের ফলে দুই বাংলার সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।
প্রাঙ্গণেমোরের পরিচালক অনন্ত হিরা জানান, আমরা বাংলা বলতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে বুঝি। নিয়মিতভাবে ধারাবাহিক ভাবে নাটকের যে চর্চা বা ঐতিহ্য- দুইটি জায়গায়ই বিদ্যমান। দুই বাংলার নাট্য সংস্কৃতির আদান-প্রদান উভয়বঙ্গের নাট্যসংস্কৃতিকে সমৃদ্ধ করতে পারে। সেই বিশ্বাসের উপর দাঁড়িয়েই প্রাঙ্গণেমোর নাট্য গোষ্ঠী প্রতিবছর বাংলাদেশে দুই বাংলার নাট্যমেলা বলে একটি নাট্যমেলার আয়োজন করে থাকে। তাতে ভারতের পাঁচটি দল অংশগ্রহণ করে। আমরা চেষ্টা করি নাটকের মাধ্যমে নাট্যবন্ধুদের দুই বাংলার দর্শকদের সাথে মিলিয়ে দেওয়া।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৭/ফারজানা