বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ মুহম্মাদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছে কলকাতার বুদ্ধিজীবীরা। সঙ্গীতশিল্পী থেকে শুরু করে শিক্ষাবিদ, পশ্চিমবঙ্গের মন্ত্রী-সকলেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
রাজ্যটির শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ‘যে কোন বুদ্ধিজীবী, সৎ চিন্তার মানুষ, মুক্ত মনের মানুষই নয়, সবাই মিলে এই ঘটনার প্রতিবাদ করা উচিত’।
মঙ্গলবার বিকালে কলকাতার এশিয়াটিক সোসাইটির বিদ্যাসাগর অডিটোরিয়ামে দ্য এশিয়াটিক সোসাইটি-কলকাতা ও আল্লামা রুমি সোসাইটি-বাংলাদেশ’এর যৌথ উদ্যোগে ‘আন্ত-ধর্মীয় সম্প্রীতি ও বাংলার রুমি সৈয়দ আহমদুল হক’ শীর্ষক এক আলোচনা সভার ফাঁকে এসব কথা বলেন মন্ত্রী।
পার্থ চট্টোপাধ্যায় জানান ‘আমাদের এই সময়কালে ধার্মিক সমঝোতা বা সম্প্রীতি অত্যন্ত জরুরি। অনেক সময় নিজেদের বড় হওয়ার লক্ষ্যে, কখনও কখনও ক্ষমতায়নের লক্ষ্যে আমাদের সমাজকে দ্বিখন্ডিত করার প্রবণতা দেখা দিচ্ছে। এপারেও তো বটেই ওপারেও (বাংলাদেশ) এই জিনিসটা রয়েছে। এনিয়ে সকলকে একত্রিত করার আজকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে সম্প্রীতি বোধ হয় এখন দূরে সরে যাচ্ছে, তার বদলে একে অপরকে ঘৃণা, দূরে সরিয়ে দেওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি করার চেষ্টা হচ্ছে। শুধু স্লোগানেই থেমে না থেকে আমাদের সকলকে একত্রিত হয়ে জীবনযাপনে, চরিত্র গঠনে এই ভাঙন রোধ করতে হবে’।
অনুষ্ঠানে উপস্থিত এশিয়াটিক সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক অলোক কান্তি ভৌমিক জানান, ‘কলকাতার বুদ্ধিজীবীরা সকলেই সামগ্রিকভাবে এই ধরনের সহিংসতা, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার ঘটনার বিরুদ্ধে সোচ্চার। এনিয়ে আমাদের এখানে প্রতিবাদী মিছিল হয়েছে, সভা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই’।
সঙ্গীতশিল্পী সোমালি পান্ডা বলেন, ‘অসম্ভব মর্মান্তিক ঘটনা। ব্যক্তিগত ভাবে আমি এর নিন্দা জানাই। যে কোন সুস্থ, সচেতন চিন্তাধারার মানুষ সকলেই যেভাবে আক্রান্তবোধ করবেন, তাদের সকলের মতো আমিও আক্রান্তবোধ করছি’। তাঁর বিশ্বাস একদিন সত্যি সত্যিই অশুভ শক্তির পরাজয় ঘটবে এবং শুভ শক্তির উদয় ঘটবে। কারণ কোন শুভ বুদ্ধির মানুষ অন্যকে আক্রমণ করতে শেখায় না।
বাংলাদেশে জঙ্গিবাদের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এশিয়াটিক সোসাইটি-বাংলাদেশ’এর সভাপতি অধ্যাপক মাহফুজা খানাম। তিনি জানান, ‘বাংলাদেশে যে জঙ্গিবাদ মাঝে মধ্যেই মাথা চাড়া দিয়ে উঠছে আমরা সেটা দেখতে পাই যদিও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই জঙ্গিবাদ মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে’। তাঁর অভিযোগ ‘নাশকতা সংগঠিত করেই জঙ্গিরা এপারে (পশ্চিমবঙ্গ) চলে আসে। তাই এব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি রাজ্যের মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতের সাবেক আইপিএস কর্মকর্তা সন্ধি মুখার্জি জানান, 'একটা শ্রেণী থাকবেই যারা ক্ষমতা দখলের জন্য যে কোন পদ্ধতি অবলম্বন করতে পারে-এটা সাধারণ মানুষের জন্য বিপর্যয় গড়ে তোলে। বাংলাদেশের বিশিষ্ট মানুষ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদের উপর যে হামলা হয়েছে- সেটাও অত্যন্ত সুপরিকল্পিতভাবে ক্ষমতা দখলের জন্যই একদল লোভী মানুষ এটা করেছে। '
উল্লেখ্য, শনিবার শাজহালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক জাফর ইকবালের উপর ছুরি নিয়ে হামলা চালায় এক যুবক। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে ঢাকার সিএমএইচ-এ ভর্তি রয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/৬ মার্চ ২০১৮/হিমেল