বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি। তাঁর অভিমত, মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের নাগরিকত্বের অধিকার এবং নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে নেওয়া।
সোমবার কলকাতার এক পাঁচতারকা (দ্য পার্ক) হোটেলে ‘বাংলাদেশ’স গ্র্যাজুয়েশন ফ্রম এলডিসি: প্রসপেক্ট অফ বাংলাদেশ-ইন্ডিয়া ইকনমিক এনগেজমেন্ট’ শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির ভাষণে মোয়াজ্জেম আলি বলেন, ‘মিয়ানমার থেকে প্রায় দশ লাখ রোহিঙ্গা শরণার্থী বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে। আপনারা যদি আপনাদের নিজস্ব নাগরিকদের গ্রহণ না করেন এবং আমাদের দেশে বাধ্যতামূলকভাবে পাঠিয়ে দেন, আর যদি এটা চলতে থাকে তবে এই অঞ্চলে আমাদের সকলেই ক্ষতিগ্রস্থ হবে। তাই মিয়ানমার সরকারকে আমার অনুরোধ, তারা এই মানুষগুলোকে ফেরত নিক এবং তাদের নাগরিকত্বের অধিকার ও নিরাপত্তা দেওয়া হোক। আমি আশাবাদী এতে তারাও শান্তিতে বসবাস করতে পারবে এবং আমাদেরকেও শান্তিতে বাস করতে দেবে’।
তিনি আরো বলেন, ‘মিয়ানমারের সাথে আমাদের কোন দ্বিপাক্ষিক সমস্যা নেই। সমস্যাটা হল মিয়ানমার রাখাইন প্রদেশের বাসিন্দাদের মিয়ানমারের নাগরিক বলে মানতে রাজি নয়। কিন্তু এটা সকলেই জানে যে, রোহিঙ্গারা কে এবং তাদের উৎপত্তি কোথা থেকে’।
অাসাম রাজ্যের নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) নিয়ে হাইকমিশনার বলেন, ‘বিষয়টি দ্বিপাক্ষিক ইস্যু নয়, এটি সম্পূর্ণভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমি দিল্লিতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করি এবং পত্রিকায় এই বিষযটি দেখেছি। কিন্তু দিল্লি আমাদের সাথে এই বিষয়টি উত্থাপন করেনি। তাই এই বিষয়টিতে আমাদের সম্পৃক্ততার কোন ব্যাপার নেই’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, এমসিসিআই’এর সভাপতি রমেশ আগরওয়াল, পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা মন্ত্রী সাধন পান্ডে, বাংলাদেশ ইকনমিক অ্যাসোসিয়েশন’এর সাধারণ সম্পাদক ড. জামালুদ্দিন আহমেদ, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)’এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল