নন্দীগ্রামে এক মন্দির গিয়ে পায়ে মাথায়, কপালে এবং পায়ে চোট পেয়ে আহত হয়েছেন মমতা ব্যানার্জি। তাকে গ্রিন করিডর করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে হেঁটে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না মমতা, তাই তাকে স্ট্রেচারে করে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়।
তার জন্য এসএসকেএম হাসপাতালে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইছে। বিষয়টি নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও মুখ খুলেছেন।
তিনি এক টুইটে বলেছেন, মমতা দিদির উপর আক্রমণের তীব্র নিন্দা করি। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের শীঘ্রই গ্রেফতার করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত। আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করি।
বিডি-প্রতিদিন/শফিক