পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই এলাকায় গরুপাচারকারি সন্দেহে বিএসএফর গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজন ভারতীয়, অপর দুইজন বাংলাদেশি। নিহত ভারতীয় নাগরিক সিতাই'র বাসিন্দা।তবে নিহত দুই বাংলাদেশিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এদিকে, সিতাই থানা সূত্রে নিহত ভারতীয় নাগরিকের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম প্রকাশ বর্মন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিএসএফের কর্মকর্তারা ও সিতাই ও দিনহাটা থানার পুলিশ। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির