ভারতের পশ্চিমবঙ্গেও অব্যাহত করোনা সংক্রমণ। দেশটিতে সংক্রমণের নিরিখে প্রথমস্থানে রয়েছে মহারাষ্ট্র। তালিকায় দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ। এরপর রয়েছে দিল্লি, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, ঝাড়খণ্ড এবং গুজরাট। দেশটির জেলাভিত্তিক শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা এবং উত্তর ২৪পরগনা।
বুধবার (০৫ জানুয়ারী) পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যটিতে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ২২ জন, মৃত ১৭ জন। রাজ্যের দৈনিক সংক্রমণের সঙ্গেই বেড়েছে কলকাতার কোভিড গ্রাফ। শহরে একদিনে শনাক্ত ৬ হাজার ১৭০ জন। এরপরেই উত্তর ২৪ পরগনায় ২ হাজার ৫৪০ জন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার আর প্রাণ যায় ১৬ জনের। অর্থাৎ শনিবার (১ জানুয়ারি) থেকে বুধবার (৫ জানুয়ারি) পর্যন্ত পাঁচ দিনে পশ্চিমবঙ্গে শনাক্ত হয়েছে ৪০ হাজারের বেশি।
এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে চলছে করোনার কড়াবিধি নিষেধ। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্য়ন্ত চলছে নাইট কারফিউ। সঙ্গে বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠানসহ একাধিক প্রতিষ্ঠান। এলাকায় এলাকায় করা হয়েছে কনটেনমেন্ট জোন। এখনও পর্যন্ত শহরে ৪৮টি এলাকায় এই জোন বানানো হয়েছে।
তবে বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি চলছে তাতে জানুয়ারির মাঝামাঝি ৩০ থেকে ৪০ হাজারের বেশি দৈনিক শনাক্ত হবে। সে পরিস্থিতিতে রাজ্য সরকার সম্পূর্ণ লকডাউনের দিকে যেতে পারে। এমন আভাসও পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ