করোনার কারণে গত দু'বছর বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে ফের আয়োজন করা হল দুর্গা প্রতিমা প্রদর্শনী। রাজ্য সরকারের পক্ষ থেকে শনিবার বিকালে রেড রোডে অনুষ্ঠিত এই পূজা কার্নিভালে অংশ নেয় প্রায় ১০০ টি দুর্গা পূজা কমিটি।
এ দিনের মূল অনুষ্ঠান শুরু হয় বিকেল সাড়ে চারটায়। শুরুতেই ছিল কলকাতা পুলিশের 'ডেয়ারডেভিল' ফোর্সের সদস্যদের পক্ষ থেকে একটি কুচকাওয়াজ।
এরপর এক এক করে বিভিন্ন পূজা মণ্ডপের পক্ষ থেকে ট্যাবলো প্রদর্শন করা হয়- যেখানে ওই নির্দিষ্ট প্যান্ডেলটির থিম ফুটিয়ে তোলা হয়। এর পাশাপাশি চলে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ মন্ত্রিসভার সদস্যরা, রাজ্যের মুখ্য সচিব হরে কৃষ্ণ দ্বিবেদীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, বাংলার বিনোদন জগতের সেলিব্রেটিরা, কলকাতার বিভিন্ন উপদূতবাসের প্রধান ও ইউনেস্কোর প্রতিনিধিরা।
কার্নিভালকে ঘিরে নিরাপত্তাও যথেষ্ট। নিরাপত্তায় প্রায় আড়াই হাজার পুলিশ মোতায়েন করা হয়। গোটা ময়দান চত্বরকে ১৩ টি জোনে ভাগ করা হয়, আর প্রতিটি জোনের দায়িত্ব ছিল ডেপুটি কমিশনার পদমর্যাদার কর্মকর্তা। এছাড়াও ছিল কুইক রেসপন্স টিম, কমান্ডো বাহিনীর সদস্যরা।
আগে এই কার্নিভাল হত একমাত্র কলকাতার রেড রোডে। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১৬ সাল থেকে এই কার্নিভাল হয়ে আসছে। কিন্তু এ বছরই পশ্চিমবঙ্গের দূর্গা পূজাকে হেরিটেজ খ্যাতি দিয়েছে ইউনেস্কো। স্বাভাবিকভাবেই পূজাকে ঘিরে রাজ্য সরকারের পক্ষ থেকেও এই বছর বিশেষ আয়োজন করা হয়। রেড রোডের আদলেই গতকাল শুক্রবার রাজ্যের প্রতিটি জেলায় (জলপাইগুড়ি ব্যতীত) দুর্গা পূজার কার্নিভাল হয়।
বিডি প্রতিদিন/হিমেল