শিরোনাম
বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ দেখতে এলেন রাশিয়ার চার ব্লগার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ এবং এর পর্যটন সম্ভাবনাকে রাশিয়ার জনগণের সামনে তুলে ধরতে ও দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে ঢাকায় পৌঁছেছেন চার শীর্ষ রুশ ব্লগার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত রুশ প্রতিষ্ঠান এটমস্ত্রয়এক্সপোর্টের আয়োজনে এই ব্লগাররা আট দিনের সফরে গত সোমবার  ঢাকায় এসেছেন। সফরকালে এই ব্লগাররা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন স্থাপনা পরিদর্শন করার পাশাপাশি এদেশের জনগণ, জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐহিত্য সম্পর্কে জ্ঞান লাভ করবেন। আর অর্জিত অভিজ্ঞতা তারা তাদের ব্লগের অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করবেন। এই ব্লগারদের ঢাকা, টাঙ্গাইল, মহাস্থানগড়, পাহাড়পুর, বাগেরহাট, সুন্দরবন, চট্টগ্রাম এবং বান্দরবানসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়াও তারা বাংলাদেশ ও রাশিয়ার পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের অন্যতম নিদর্শন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন কাজও ঘুরে দেখবেন। এই চার ব্লগার হলেন— আলেগ ক্রিকেট, দিমিত্রি লাজিকিন, ইরিনা গোল্ডম্যান এবং নিকিতা তেতেরেভ। এর মধ্যে আলেগ ক্রিকেট বর্তমানে রাশিয়ার জনপ্রিয় ব্লগার। দিমিত্রি লাজিকিন একজন ফ্যাশন ব্লগার। নিকিতা তেতেরেভ পেশাদার ভিডিওগ্রাফার। আর ইরিনা গোল্ডম্যান জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন কসমোপলিটনের সাবেক সম্পাদক। বাংলাদেশ সফর সম্পর্কে ইরিনা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বাংলাদেশ ভ্রমণে আসতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। কারণ থাইল্যান্ডের পর এশিয়ায় এটি আমার দ্বিতীয় সফর। বাংলাদেশ আমার জন্য সমপূর্ণ নতুন এবং অন্য একটি জগৎ। আমি এদেশের মানুষের সঙ্গে ভাববিনিময় করতে এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে চাই।

সর্বশেষ খবর