শনিবার, ৩১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

হলুদ পেটের সামুদ্রিক সাপ

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

হলুদ পেটের সামুদ্রিক সাপ

এ সাপের পেটের রং হলুদ। দেহের উপরি ভাগ কালো। এরা থাকে সমুদ্রে। কালো দেহে অদ্ভুত হলুদের ছোঁয়া থাকায় এ সাপ দেখতে খুব সুন্দর। আর এ জন্যই নাম হয়েছে হলুদ পেটযুক্ত সামুদ্রিক সাপ। ইংরেজি  নাম yellow-belied sea snake. আর বৈজ্ঞানিক নাম নাম bvg Pelamis platura. এরা Hydrophidae পরিবারভুক্ত। বিশেষজ্ঞরা জানান, এটা মারাত্মক বিষাক্ত জাতের সাপ। সাপের পেটে উজ্জ্বল বর্ণের হলুদ ছড়িয়ে আছে। আছে লেজের দিকে অদ্ভুত পেঁচানো পেঁচানো দাগ। দেখলে মনে হয় সাইকেলের প্যাডেল। গায়ের উপরি ভাগ কালো নীল বর্ণ। এরা পানির তলদেশেই বেশি থাকে। প্রায় ৬৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এরা ঘণ্টায় ৩ থেকে ৭.১ কিলোমিটার গতিতে সাঁতার কাটে। সামনের দিক সংকুচিত শরীর করে লেজের সাহায্যে এগিয়ে যায়। এদের দৃষ্টিশক্তি কম। তাই তারা চলাচলের সময় মুখের চারপাশে উৎপাদিত কম্পন দিয়ে মাছের সন্ধান করে থাকে। এই সাপের জন্য প্রয়োজন উষ্ণ পানির। তাই সাধারণত এরা প্রশান্ত ও ভারত সাগরের গ্রীষ্মম-লীয় অঞ্চলে বসবাস করে। গত জুন মাসে এই সাপের একটি দেখা গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। হলুদ পেট সামুদ্রিক সাপ অধিক সমুদ্রপ্রেমী। উপকূলের চেয়ে গভীর সমুদ্রই এদের বেশি পছন্দ। এরা সমুদ্রের পানিতে একটানা আট ঘণ্টা ডুবে থাকতে পারে। বছরে তিনবার বংশবিস্তার করে। তাই এদের সংখ্যা অনেক কম। প্রজনন ঋতুতে এরা কখনো কখনো সমুদ্রপৃষ্ঠে ভেসে থেকে আলো ও তাপ উপভোগ করে। অধিকাংশ সাপই মাছ খায়, বিশেষ করে লম্বা বাইম, চিংড়ি ও পাইপ মাছ। আবার মাছের ডিমও খেয়ে থাকে।

সর্বশেষ খবর