বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

লকডাউন চলাকালে মালয়েশিয়ায় ২৭৯ বাংলাদেশি আটক

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় করোনাকালীন গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ চলাকালীন দেশটির ইমিগ্রেশন বিভাগ ১৮ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত পাঁচ হাজার ৯৯১জন অবৈধ অভিবাসীকে  গ্রেফতার করেছে। যার মধ্যে অন্তত ২৭৯ বাংলাদেশি রয়েছেন। মালয়েশিয়ার জাতীয় সুরক্ষা কাউন্সিল মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, আটক সবাইকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। এর মধ্যে ২৭৯ জন বাংলাদেশি, ইন্দোনেশীয় ৪ হাজার ১০১, থাইল্যান্ডের ৬৩৭, পাকিস্তানের ৩৮০, চীনের ৭৩, ভারতের ২৬, শ্রীলঙ্কার ১১ জন এবং বাকিরা বিভিন্ন দেশের।

 

সর্বশেষ খবর