সোমবার, ২২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সোনার দাম বাড়ল

বিশেষ প্রতিনিধি

সোনার দাম বাড়ল

স্থানীয় পোদ্দার বা বুলিয়ান বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস। সংগঠনটি জানিয়েছে- ভালোমানের সোনার দাম ভরিতে ১ হাজার ২২৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে আজ সোমবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৮৩ হাজার ২৮০ টাকা। যা গতকাল পর্যন্ত ছিল ৮২ হাজার ৫৬ টাকা। গতকাল বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন ঘোষণা অনুযায়ী- ২২ আগস্ট থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮৩ হাজার ২৮০ টাকা। ২১ ক্যারেটের সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৮ হাজার ১১৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ২২০ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর