শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চার চোরের পাঁচ শতাধিক চুরি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালের বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক চুরির সঙ্গে জড়িত চোর চক্রের চারজনকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তারা হলো- আরিফ হোসেন, গোপাল ঘোষ, ফাহাদ হোসেন কমল ও ইসমাইল হোসেন। বুধবার ঢাকার কেরানীগঞ্জ, রূপনগর, কাফরুল ও কোতোয়ালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।   এই চোর চক্রের সদস্য সংখ্যা ২০ জন। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত এই চক্রটি ঢাকার মিরপুর, কলাবাগান, ধানমন্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও, লালবাগসহ চট্টগ্রাম, সিলেট ও বরিশাল এলাকায় পাঁচ শতাধিক চুরির সঙ্গে জড়িত। গতকাল রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক। তিনি বলেন, গত ৩০ এপ্রিল রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা করে ভুক্তভোগী মো. তৌহিদুল ইসলাম ভূঞা। পরে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় চোর চক্রের প্রধান ইসমাইলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রের অন্য তিন সদস্য আরিফ, গোপাল ও ফাহাদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ঘড়িসহ সোনা, ডায়মন্ড ডিডেক্টর, সোনা পরিমাপের যন্ত্র, চোরাই মোবাইল, ক্যামেরা, টর্চলাইট, মোটরসাইকেল, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও অত্যাধুনিক গ্রিল কাটার মেশিন জব্দ করা হয়। গ্রেফতার তিনজন তাঁতীবাজারের সোনা ব্যবসায়ী গোপাল ঘোষের কাছে শতাধিকবার চোরাই সোনা বিক্রি করেছে। ডিসি আজিমুল হক আরও বলেন, গ্রেফতাররা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল এলাকায় গ্রিলকাটা ও বাসার দরজার তালা ভেঙে চুরির একটি ভয়ংকর নেটওয়ার্ক গড়ে তুলেছে। গ্রেফতার ইসমাইল ওয়াল ও গ্রিল বেয়ে বহুতল ভবনের টার্গেট করা বাসায় গ্রিল কেটে ভিতরে ঢুকে চুরি করে। ওয়াল ও গ্রিল বেয়ে ৮-১০ তলা ভবনে ওঠার বিশেষ দক্ষতার কারণে সে কালো মাকড়সা নামে পরিচিত। গ্রেফতার আরিফ দরজার তালা ভাঙতে দক্ষ। গ্রেফতার ফাহাদ চুরির স্পট থেকে সামান্য দূরে মোটরসাইকেল নিয়ে চুরির পর নিরাপদে বের হওয়ার জন্য অপেক্ষা করার পাশাপাশি পুলিশের গতিবিধি লক্ষ্য করত। ইসমাইলের বিরুদ্ধে ৪টি, আরিফের বিরুদ্ধে ২টি, ফাহাদের বিরুদ্ধে ৪টি মামলার তথ্য পাওয়া গেছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর