মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

তিস্তায় ভারতের খাল খননের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তিস্তার উজানে ভারত কর্তৃক খাল খনন ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে রংপুরে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেছে।

গতকাল দুপুরে কাচারি বাজারে ডিসি অফিসের সামনে মানববন্ধন ও সমাবেশ করে বাসদ। এর আগের দিন রবিবার সকালে কাচারি বাজারে জেলা প্রশাসক অফিসের সামনে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করে। এরও আগের দিন বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময়ও এই পরিকল্পনার প্রতিবাদ জানানো হয়। রংপুরে শাপলা চত্বর থেকে গতকাল জেলা বাসদ প্রতিবাদ মিছিল বের করে। লাল পতাকা সজ্জিত এ মিছিল নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারি বাজারে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন বাসদ দিনাজপুর জেলা আহ্বায়ক কিবরিয়া হোসেন, গাইবান্ধা জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ফুলবর রহমান, নীলফামারী জেলা সমন্বয়ক ইউনুস আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ ও সাইফুল ইসলাম পল্টু।

 

 

সর্বশেষ খবর