রাজধানীর জনজীবনে স্বস্তির নতুন এক মাত্রা যোগ করেছে মেট্রোরেল। গতকাল থেকে চালু হয়েছে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেলের সকাল-সন্ধ্যা চলাচল। পূর্ণ চলাচলের প্রথম দিনেই বদলে গেছে রাজধানীর যানজটের চিত্র। উত্তরা থেকে মতিঝিল অংশে সাড়ে ১৩ ঘণ্টা মেট্রোরেল চলাচল করায় যাত্রীরা বাসের পরিবর্তে মেট্রোরেল ব্যবহার করেছেন বেশি। গতকাল বিকালে মেট্রোরেলের মতিঝিল স্টেশনে নিজেদের অনুভূতি ব্যক্ত করে মেট্রোরেলের নিয়মিত যাত্রী শাহনাজ পারভীন বলেন, ‘এখন থেকে সকালের মতো বিকালেও স্বস্তিতে দ্রুত বাসায় ফিরতে পারব। সময় যেমন বাঁচবে তেমনি ক্লান্তির শরীর নিয়ে বাসের ঝক্কিঝামেলাও আর সইতে হবে না।’ মিরপুরের বাসিন্দা শাহনাজ এতদিন সকাল বেলা অফিসে যাওয়ার পথে মেট্রোরেলে চড়লেও বিকালে বাধ্য হয়ে বাসায় ফিরতেন বাসে করে। মতিঝিল স্টেশনে কথা হয় শাকিলা রহমান নামে আরেক যাত্রীর সঙ্গে। তিনিও খুশি মেট্রোরেল সারা দিন চলাচল করায়। তিনি বলেন, আগের মতো আর ভোগান্তি থাকবে না। যাতায়াতে স্বস্তি এলো। এদিকে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণ কাজ আগামী বছর জুনে শেষ হবে। গতকাল উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। তিনি আরও জানান, ইজতেমায় মেট্রোরেল চলাচলের সময় সমন্বয় করা হবে। এ ছাড়া বইমেলার সময় সমন্বয়ের বিষয়টি বাংলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজধানী ঢাকার যানজট নিরসনে নেওয়া আরও পাঁচটি মেট্রোরেল লাইনের কাজের অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি জানান, ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় ছয়টি মেট্রোরেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সরকার ২০৩০ সাল পর্যন্ত কর্মপরিকল্পনা করেছে।
শিরোনাম
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
- ১৮ দিনে ১৫০ কোটির দোরগোড়ায় ‘সিতারে জামিন পার’
মতিঝিল-উত্তরা রুটে সকাল-সন্ধ্যা মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর