রাজধানীর জনজীবনে স্বস্তির নতুন এক মাত্রা যোগ করেছে মেট্রোরেল। গতকাল থেকে চালু হয়েছে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেলের সকাল-সন্ধ্যা চলাচল। পূর্ণ চলাচলের প্রথম দিনেই বদলে গেছে রাজধানীর যানজটের চিত্র। উত্তরা থেকে মতিঝিল অংশে সাড়ে ১৩ ঘণ্টা মেট্রোরেল চলাচল করায় যাত্রীরা বাসের পরিবর্তে মেট্রোরেল ব্যবহার করেছেন বেশি। গতকাল বিকালে মেট্রোরেলের মতিঝিল স্টেশনে নিজেদের অনুভূতি ব্যক্ত করে মেট্রোরেলের নিয়মিত যাত্রী শাহনাজ পারভীন বলেন, ‘এখন থেকে সকালের মতো বিকালেও স্বস্তিতে দ্রুত বাসায় ফিরতে পারব। সময় যেমন বাঁচবে তেমনি ক্লান্তির শরীর নিয়ে বাসের ঝক্কিঝামেলাও আর সইতে হবে না।’ মিরপুরের বাসিন্দা শাহনাজ এতদিন সকাল বেলা অফিসে যাওয়ার পথে মেট্রোরেলে চড়লেও বিকালে বাধ্য হয়ে বাসায় ফিরতেন বাসে করে। মতিঝিল স্টেশনে কথা হয় শাকিলা রহমান নামে আরেক যাত্রীর সঙ্গে। তিনিও খুশি মেট্রোরেল সারা দিন চলাচল করায়। তিনি বলেন, আগের মতো আর ভোগান্তি থাকবে না। যাতায়াতে স্বস্তি এলো। এদিকে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণ কাজ আগামী বছর জুনে শেষ হবে। গতকাল উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। তিনি আরও জানান, ইজতেমায় মেট্রোরেল চলাচলের সময় সমন্বয় করা হবে। এ ছাড়া বইমেলার সময় সমন্বয়ের বিষয়টি বাংলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজধানী ঢাকার যানজট নিরসনে নেওয়া আরও পাঁচটি মেট্রোরেল লাইনের কাজের অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি জানান, ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় ছয়টি মেট্রোরেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সরকার ২০৩০ সাল পর্যন্ত কর্মপরিকল্পনা করেছে।
শিরোনাম
- এমন সমাজ গড়তে চাই, যেখানে দুর্নীতি-দুঃশাসন থাকবে না : নবীউল্লাহ নবী
- বেনাপোলে বিএনপির যৌথ সভা, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মোংলায় সমাবেশ
- কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিতের সিদ্ধান্ত
- ‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি’
- পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের বিকল্প নেই : সুপ্রদীপ চাকমা
- আমি পক্ষপাতদুষ্ট চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই : জ্বালানি উপদেষ্টা
- শিশুদের মাঝে বেঁচে থাকতে চান নাসির
- রাজনৈতিক শক্তির মধ্যে বিভাজনে সুযোগ পাবে ফ্যাসিস্ট শক্তি : আমান
- শনিবার মধ্যরাত থেকে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকারে নামবেন জেলেরা
- রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙলেন অস্ট্রিয়ার করণবীর
- কিছু উপদেষ্টার আচরণ মানুষকে আশ্বস্ত করছে না: হুমায়ূন কবির
- ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ
- চলতি মাসেই বিএনপির ২০০ আসনে প্রার্থীকে গ্রিন সিগন্যাল, আরপিও সংশোধনের বিষয়ে আপত্তি
- জেমিনি থেকে প্রম্পটিং, বিনামূল্যে ৫ কোর্সে এআই শেখার সুযোগ
- অ্যালগরিদম বদলে গেছে, তাই পথও বদলাচ্ছেন ইউটিউবাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৪৬৮
- সুরমা নদীর ভাঙন ঠেকাতে সুনামগঞ্জে গ্রামবাসীর মানববন্ধন
- ‘দেশ পুনর্গঠনে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই’
- দুবলার চরে শুরু শুটকি মৌসুম, সাগরে নামছেন ১০ হাজার জেলে
মতিঝিল-উত্তরা রুটে সকাল-সন্ধ্যা মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর