ময়মনসিংহ-জারিয়া ঝাঞ্জাইল রুটে চলাচল করা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার রাত ৯টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ রেলস্টেশন ছেড়ে গেলে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রেনটির সর্বশেষ বগি নিয়ন্ত্রণ নিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তাদের মুঠোফোন ও জিনিসপত্র লুট করে ডাকাত দল। ভুক্তভোগী চার যাত্রীর বরাত দিয়ে ময়মনসিংহ রেলওয়ে পুলিশের এসআই খায়রুল ইসলাম জানিয়েছেন, রাত ৯টার দিকে নগরের শম্ভুগঞ্জ এলাকায় ডাকাতের কবলে পড়ে ট্রেনটির একটি বগি। শম্ভুগঞ্জ রেলব্রিজে যেহেতু গতি কম থাকে সে সুযোগ কাজে লাগিয়ে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল দেশি অস্ত্র নিয়ে ট্রেনের পেছনের বগিতে উঠে পড়ে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে দুজনের মোবাইল ফোন, একজনের সাড়ে ৩ হাজার টাকা নিয়ে যায়। তিনি আরও জানান, ভুক্তভোগী যাত্রীরা মৌখিকভাবে বিষয়টি আমাদের জানালেও লিখিত কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।