চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের তিন সেশনের চরিত্র ছিল তিন রকম। দিনের প্রথম সেশনে বাংলাদেশ ও জিম্বাবুয়ের পারফরম্যান্স ছিল সমানে সমান। দ্বিতীয় সেশনটি ছিল পুরোপুরি জিম্বাবুয়ের। তৃতীয় সেশনটি শতভাগ বাংলাদেশের। প্রথম সেশনের ব্যাটিংয়ে আরভিন বাহিনী সংগ্রহ করেছিল ২৮ ওভারে ২ উইকেটে ৮৯ রান। দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি সফরকারীরা। ২৮ ওভারে সংগ্রহ করে বিনা উইকেটে ৭২ রান। চা বিরতির পর তৃতীয় সেশনে ঘুরে দাঁড়ায় নাজমুল বাহিনী। শেষ সেশনে ৩৪ ওভার বোলিংয়ে ৬৬ রানের খরচে ৭ উইকেট তুলে নেয় বাংলাদেশ। আম্পায়ার যখন দিনের বেলস ফেলে দেন, তখন স্কোর বোর্ডে জিম্বাবুয়ের রান ৯ উইকেটে ২২৭। সফরকারীদের শেষ সেশনের ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিনটি নিজেদের করে নেয় টাইগাররা। বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম দুর্দান্ত বোলিং করে তুলে নেন ৫ উইকেট। একদিন হাতে রেখে সিলেটে হেরেছে টাইগাররা। বন্দরনগরী চট্টগ্রামে সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া নাজমুল বাহিনী। উইকেট বানায় স্পিনারদের কথা চিন্তা করে। সিরিজে ফিরতে টাইগাররা একাদশে পরিবর্তন আনেন টিম ম্যানেজমেন্ট। ওপেনার মাহামুদুল হাসান জয়ের পরিবর্তে তিন বছর পর একাদশে সুযোগ পান এনামুল হক বিজয়। গত অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার পর ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসান। তাকে নেওয়া হয়েছে পেসার খালেদ আহমেদের পরিবর্তে। অভিষেক হয়েছে ফাস্ট বোলার তানজিম সাকিবের। পিএসএল খেলতে ‘স্পিড স্টার’ নাহিদ রানা এখন পাকিস্তানে। তার পরিবর্তে অভিষেক হয় তানজিমের। অবশ্য অভিষেকটিকে রাঙিয়েছেন ওপেনার ব্রায়ন বেনেটের উইকেট নিয়ে। প্রথম সেশনে দুই ওপেনার বেনেট ও বেন কুরানের উইকেট হারিয়ে ৮৯ রান তুলেছিল। এরপর তৃতীয় উইকেট জুটিতে ৯০ রান যোগ করেন নিক ওয়েলচ ও সিন উইলিয়ামস। যদিও পানি শূন্যতায় মাঠ ছেড়েছিলেন ৫৪ রানের ইনিংস খেলা ওয়েলচ। উইলিয়ামস খেলেন ৬৭ রানের ইনিংস। দ্বিতীয় সেশন দুজনে পার করেন। শেষ সেশনে আঘাত হানেন তাইজুল। তুলে নেন ৫৩ টেস্ট ক্যারিয়ারে ১৬ বারের মতো ৫ উইকেট। দিন শেষে তার স্পেল ২৭-৬-৬০-৫। উইকেটশূন্য ছিলেন সিলেটে ১০ উইকেট নেওয়া মেহেদি হাসান মিরাজ।
শিরোনাম
- রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
- সালমান-আনিসুল-মামুন ফের রিমান্ডে
- শ্রমিক অসন্তোষে গাজীপুরে দুই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- রাজধানীতে ছুটির ৩ দিনে তিন জনসমাবেশ
- চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার
- চেহারায় পরিবর্তন আনতে গিয়ে বিপর্যস্ত অস্ট্রেলীয় টিকটকারের জীবন
- দুবাইয়ে ভালোবাসায় সিক্ত ‘ক্যাফে ২১’
- ‘২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত’
- মে দিবসে বন্ধ থাকবে বসুন্ধরা সিটি শপিং মল
- বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল
- অন্যস্বর টরন্টোর আয়োজনে ‘বৈশাখের পঙক্তিমালা’
- গরমে শরীরে পানিশূন্যতা হচ্ছে কি না যেভাবে বুঝবেন
- সুশান্তের মৃত্যুর পর যে কঠিন সময় পার করেছেন রিয়া
- নির্বাচন পর্যন্ত সেনাবাহিনীর মাঠে থাকা প্রয়োজন
- আবারও সক্রিয় স্বপন-আমিন চক্র
- পুতিনের যুদ্ধবিরতি ঘোষণা; স্থায়ী চুক্তি চান ট্রাম্প
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন আদেশের অপেক্ষায় বাদী
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে ১৪ জনের মৃত্যু
- সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ব্যবস্থাপনা গড়তে হবে