চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের তিন সেশনের চরিত্র ছিল তিন রকম। দিনের প্রথম সেশনে বাংলাদেশ ও জিম্বাবুয়ের পারফরম্যান্স ছিল সমানে সমান। দ্বিতীয় সেশনটি ছিল পুরোপুরি জিম্বাবুয়ের। তৃতীয় সেশনটি শতভাগ বাংলাদেশের। প্রথম সেশনের ব্যাটিংয়ে আরভিন বাহিনী সংগ্রহ করেছিল ২৮ ওভারে ২ উইকেটে ৮৯ রান। দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি সফরকারীরা। ২৮ ওভারে সংগ্রহ করে বিনা উইকেটে ৭২ রান। চা বিরতির পর তৃতীয় সেশনে ঘুরে দাঁড়ায় নাজমুল বাহিনী। শেষ সেশনে ৩৪ ওভার বোলিংয়ে ৬৬ রানের খরচে ৭ উইকেট তুলে নেয় বাংলাদেশ। আম্পায়ার যখন দিনের বেলস ফেলে দেন, তখন স্কোর বোর্ডে জিম্বাবুয়ের রান ৯ উইকেটে ২২৭। সফরকারীদের শেষ সেশনের ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিনটি নিজেদের করে নেয় টাইগাররা। বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম দুর্দান্ত বোলিং করে তুলে নেন ৫ উইকেট। একদিন হাতে রেখে সিলেটে হেরেছে টাইগাররা। বন্দরনগরী চট্টগ্রামে সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া নাজমুল বাহিনী। উইকেট বানায় স্পিনারদের কথা চিন্তা করে। সিরিজে ফিরতে টাইগাররা একাদশে পরিবর্তন আনেন টিম ম্যানেজমেন্ট। ওপেনার মাহামুদুল হাসান জয়ের পরিবর্তে তিন বছর পর একাদশে সুযোগ পান এনামুল হক বিজয়। গত অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার পর ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসান। তাকে নেওয়া হয়েছে পেসার খালেদ আহমেদের পরিবর্তে। অভিষেক হয়েছে ফাস্ট বোলার তানজিম সাকিবের। পিএসএল খেলতে ‘স্পিড স্টার’ নাহিদ রানা এখন পাকিস্তানে। তার পরিবর্তে অভিষেক হয় তানজিমের। অবশ্য অভিষেকটিকে রাঙিয়েছেন ওপেনার ব্রায়ন বেনেটের উইকেট নিয়ে। প্রথম সেশনে দুই ওপেনার বেনেট ও বেন কুরানের উইকেট হারিয়ে ৮৯ রান তুলেছিল। এরপর তৃতীয় উইকেট জুটিতে ৯০ রান যোগ করেন নিক ওয়েলচ ও সিন উইলিয়ামস। যদিও পানি শূন্যতায় মাঠ ছেড়েছিলেন ৫৪ রানের ইনিংস খেলা ওয়েলচ। উইলিয়ামস খেলেন ৬৭ রানের ইনিংস। দ্বিতীয় সেশন দুজনে পার করেন। শেষ সেশনে আঘাত হানেন তাইজুল। তুলে নেন ৫৩ টেস্ট ক্যারিয়ারে ১৬ বারের মতো ৫ উইকেট। দিন শেষে তার স্পেল ২৭-৬-৬০-৫। উইকেটশূন্য ছিলেন সিলেটে ১০ উইকেট নেওয়া মেহেদি হাসান মিরাজ।
শিরোনাম
- উইম্বলডনে আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন সিনার
- লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল টাইগাররা
- কর্নেল ইভাল হত্যা: রুশ গুপ্তচরদের হত্যা করল ইউক্রেন
- শেষ মুহূর্তের গোলে নেপালকে হারাল বাংলাদেশ
- ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন মাদ্রাসা শিক্ষার্থীর
- সংস্কার কমিশন মানুষের মনের ভাষা বুঝবে না : আমীর খসরু
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গ্রেফতার
- সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- লিটন-শামীমের ব্যাটে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
- ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, জরিমানা ৫০ হাজার
- শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রতিযোগিতা
- সারাদেশে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৫৬৮
- ত্রিদেশীয় সিরিজ: ফিন অ্যালেনের চোটে কপাল খুলল কনওয়ের
- শিরোনামহীনের নতুন গান ‘কতদূর’
- নেপালের বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
- যশোরে ১১ স্বর্ণের বারসহ আটক ৩
- ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি-চেলসি
- কর্মস্থলে অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- এক ওভারে ৬ ছক্কা! রেকর্ড তালিকায় বুলগেরিয়ার মানান বশির
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি টাইগারদের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর