জীবনের শেষযাত্রাতেও বড় বোন তাহিয়া আশরাফ নাজিয়ার (১৩) চোখের আড়াল হতে চায়নি ছোট ভাই আরিয়ান আশরাফ নাফি (৯)। আর তাই তো বোন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ২৪ ঘণ্টার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বোনের পাশে উত্তরার কামারপাড়ার একটি কবরস্থানে গতকাল নাফিকে দাফন করা হয়। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ছোট্ট নাফি অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। নাফির বড় বোন নাজিয়া ছিল মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আর নাফি তৃতীয় শ্রেণির। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নাজিয়ার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় অসহনীয় ব্যথা সয়ে সোমবার দিবাগত রাত ২টা ৩২ মিনিটে মারা যায়। এর কয়েক ঘণ্টা পরেই হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন নাফিও চলে যায়। আইসিইউর ১০ নম্বর শয্যায় ৯৫ শতাংশ পোড়া দেহ নিয়ে চিকিৎসা নিচ্ছিল নাফি। আইসিইউর সামনে বাংলাদেশ প্রতিদিনকে নাফি-নাজিয়ার মা তাহমিনা বলেন, সম্পর্কে ভাই-বোন হলেও নাজিয়া-নাফির মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তারা একজন আরেকজনকে না দেখলে অস্থির হয়ে যেত। এজন্যই নিজের ক্লাস শেষে দুর্ঘটনার সময় নাফি তার বোনকে আনতে দৌড়ে গিয়েছিল। আর তখনই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগে আমি ওদের জন্য মাঠে অপেক্ষা করছিলাম। ছেলে আরিয়ানের স্কুল আগে ছুটি হয়। মেয়ের ছুটি পরে হয়। ১টার পর আরিয়ান তার খালাতো ভাই জুনাইদকে নিয়ে নাজিয়াকে আনতে যায়। জুনাইদও মাইলস্টোনের শিক্ষার্থী। ঠিক তখন বিমানটি স্কুলের ওপর এসে পড়ে। দুর্ঘটনায় ছেলেমেয়ে দুজনের গায়ের চামড়া এমনভাবে পুড়েছে যে, এখানে আসার পর প্রথমে ওদের চিনতে পারছিলাম না। আমি নাম ধরে ডাকার পর ছেলে জ্ঞান থাকার কারণে আমাকে উদ্দেশ্যে করে বলে উঠে, ‘আম্মু আমি আরিয়ান।’ তখন ওকে চিনতে পারি। কিন্তু মেয়ের সামনে দিয়ে কয়েকবার খুঁজলেও চেহারা পুড়ে যাওয়ায় ওকে চিনতে পারিনি। আমার মেয়ের পা থেকে মাথা পর্যন্ত পুড়ে যায়। ছেলে বার্নে এসে চিকিৎসা পেলেও মেয়ে চিকিৎসা পাওয়ার মতো সুযোগ পায়নি। মেয়েটা আমার অনেক কষ্ট পেয়ে মারা যায়।
শিরোনাম
- শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ংকর চিত্র ফাঁস
- সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার
- স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
- কর্মকর্তা–কর্মচারীদের পোশাক নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক, ছোট দৈর্ঘ্যের পোশাক বাদ
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন প্রফেসর ড. এম জুবায়দুর রহমান
- অতীতের মতো বস্তাপচা নির্বাচন আমরা চাই না : জামায়াত আমির
- শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা
- আবারও বাড়ল স্বর্ণের দাম
- সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধজাহাজ
- এনসিপির নিবন্ধনই নেই, বড় দল হিসেবে কীভাবে ডাকে সরকার : নুর
- দেশের সংকটাপন্ন নদীগুলোকে বাঁচাতে হবে: রিজওয়ানা হাসান
- বিমান বিধ্বস্ত : হাসপাতাল থেকে ১৩ জনকে ছাড়পত্র, নতুন ভর্তি ১
- বাবুগঞ্জে আলিম পরীক্ষার্থী নিখোঁজ
- সিলেট সীমান্তে এক সপ্তাহে জব্দ পৌনে ১৪ কোটি টাকার পণ্য
- ইঞ্জিনিয়ারিংয়ের এক কলেজে শাটডাউন, অন্য কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি
- নিহত ৩ নির্মাণ শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা নাছির
- ইসির স্বাধীনতা শুধু সংবিধানে উল্লেখ থাকাই যথেষ্ট নয় : সালাহউদ্দিন
- পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা
- মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় গাকৃবি উপাচার্যের শোক
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
আপডেট:
০২:০৮, বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান ট্র্যাজেডি
শেষযাত্রায়ও বোন নাজিয়ার সঙ্গী নাফি
জিন্নাতুন নূর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর