সুন্দরবনে অপহৃত সাত জেলে মুক্তিপণের টাকা পরিশোধের পর সুস্থভাবে বাড়ি ফিরেছেন। বিকাশের মাধ্যমে আড়াই লাখ টাকা দেওয়ার পর জলদস্যুরা শুক্রবার তাদের ছেড়ে দেয়। ফিরে আসা জেলেরা হলেন মীরগাং গ্রামের সাকাত সরদারের ছেলে ইব্রাহিম, পারশেখালী গ্রামের আবদুল গফুরের ছেলে আবদুল হামিদ, টেংরাখালী গ্রামের সুজন মুন্ডার ছেলে সুজিত, কেউবাচলির আবদুস সাত্তার, কালিনিচ গ্রামের কেনা গাজীর ছেলে রকিবুল ইসলামসহ আরও দুইজন।
এর আগে সোম ও মঙ্গলবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দাড়গাং এলাকার খাল থেকে ছয় জলদস্যু মুক্তিপণের জন্য নৌকাসহ জেলেদের অপহরণ করে। ইব্রাহিমের চাচা সাহেব আলি জানান, জলদস্যুরা মাথাপিছু ৫০ হাজার টাকা করে দাবি করলেও অনেক অনুনয়-বিনয় করে ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়। সাতজনে মোট ২ লাখ ৪৫ হাজার টাকা এবং খরচ বাবদ আরও ৫ হাজার টাকার বিনিময়ে তাদের মুক্তি মিলেছে। জেলেদের বরাত দিয়ে তিনি আরও জানান, জলদস্যু দলটি নিজেদের কাজল বাহিনী বলে পরিচয় দিয়েছে। তারা একটি ডিঙি নৌকা ও চারটি আগ্নেয়াস্ত্র নিয়ে ছোট বৈকেরী খালে অবস্থান করছিল। মুক্তিপণ দেওয়ার পর জানানো হয়, আগামী দুই মাস সুন্দরবন প্রবেশে নতুন টাকা দিতে হবে না।