মা হওয়ার স্বপ্ন দেখেন না এমন নারী খুঁজে পাওয়া মুশকিল। তবে দিনে দিনে গর্ভধারণের ক্ষেত্রে সমস্যা যেন বেড়েই চলেছে। এর নানারকম কারণের কথাও বলে থাকেন চিকিৎসকরা। সম্প্রতি এক গবেষণায় মেয়েদের মা হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কৃত্রিম স্যাকারিনের কথা উঠে এসেছে। বলা হচ্ছে, যে সব নারী নিয়মিত কোমল পানীয় খান তাদের গর্ভবতী হওয়ার সম্ভাবনা কমে যায়। ৫২৪ জন নারীকে নিয়ে এই গবেষণা কর্মটি পরিচালিত হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, কৃত্রিম স্যাকারিন দিয়ে তৈরি খাবার বা এই জাতীয় পানীয় ডিম্বাণু ও ভ্রুণে দারুণ প্রভাব ফেলে। সাধারণত বাজারে যে কোমল পানীয় দেখা যায় তার বেশিরভাগই কৃত্রিম স্যাকারিন, অত্যধিক পরিমাণ চিনি দিয়ে তৈরি যা নিয়মিত খেতে থাকলে নারীদের মা হওয়ার সম্ভাবনা কমে যাবে।
গবেষনায় আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান সময়ে নারীর বন্ধ্যাত্ব সমস্যার পেছনে অন্যতম কারণ হচ্ছে কৃত্রিম স্যাকারিন মিশ্রিত কোমল পানীয় পান করা।
সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের অভিমত হলো, যে কফিতে স্যাকারিন থাকে না তা খেলে গর্ভধারণে কোন প্রভাব পড়ে না।
ব্রিটিশ ফার্টিলিটি সোসাইটির সভাপতি ও অধ্যাপক অ্যাডাম ব্যালেন বলেন, এটা একটা ভালো গবেষণা। কোমল পানীয় এবং কফিতে যে ধরনের কৃত্রিম উপাদান ও উপকরণ মেশানো হয় তা নারীর গর্ভধারণের জন্য ব্যাপক ক্ষতিকর।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৮