সম্পর্ক যে বছরের প্রতিটি দিনই মধুর হবে এমন কখনই ভাবা উচিৎ নয়। বরং এটি বোকামির সামিল। যে কোন সম্পর্কই ওঠানামা করে। আর এটিই সাধারণ ব্যাপার। সম্পর্কের মধ্যেও যুক্তি তর্ক হতেই পারে। তা সে বন্ধু, ভাই–বোন বা স্বামী–স্ত্রী যেই হোক না কেন। আবার এই বাদানুবাদই সম্পর্ককে গাঢ় করে তোলে। তবে সে টুকুই সব নয়। সম্পর্ককে লালন করতে হয়। সম্পর্কে স্বাভাবিক রাখতে রইল কিছু পরামর্শ-
১। কৃত্রিমভাবে সম্পর্ক জোড়া লেগেছে বা ঠিক আছে সেটি দেখাবেন না। তাতে দীর্ঘ মেয়াদে বিপদ হতে পারে। উত্তপ্ত বাদানুবাদের পর সম্পর্ক স্বাভাবিক হতে সময় লাগে। এই অবস্থায় জোর করে সম্পর্ক স্বাভাবিক করবেন না। তার থেকে কিছু সময় নিয়ে ভাবুন কোথায় ভুল হচ্ছে।
২। সবকিছু ঠাণ্ডা হোক। সঙ্গীকেও ঠাণ্ডা হতে সময় দিন। বিতর্ক হওয়ার পর একটা সিদ্ধান্তে আসতে হয়। তার জন্য অন্যকেও কিছুটা সময় দিতে হয়। যদি মনে হয় আপনার যুক্তিতে কমতি আছে তবে তা মেনে নিন। তাতেই শেষ পর্যন্ত লাভই হবে।
৩। যুক্তি–তর্ক বহমান ব্যাপার। সবকিছু শুরুর পর শেষও আছে। শেষের পর আবার যেন শুরু না হয়। মানে কী কারণে বাদানুবাদ শুরু হল তা আর মনে করার চেষ্টা করবেন না। বরং সঙ্গীর মান ভাঙানোর চেষ্টা করুন।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর,২০১৬/তাফসীর-১৫