কৌশল জানা থাকলে মোবাইল-ফোনেই তুখোর প্রেমালাপ জমানো যেতে পারে। হয়তো আপনার প্রিয় মানু্ষটি এই মুহূর্তে অনেক দূরে আছেন। আপনার ইচ্ছে করতে তাকে কাছে পেতে। এই অবস্থায় সম্বল শুধুই মোবাইল ফোনটা! হতাশ হওয়ার মতো কিছু নেই! মোবাইল-ফোনেই জমবে প্রেম। ভাবছেন কী ভাবে, জেনে নিন-
* যদি সম্ভব হয় তাহলে রাতের বেলা আলো নিভিয়ে তার সাথে কথা বলা শুরু করুন। ভাল ‘মুড’ তৈরি হবে। সম্পর্ক যদি ঘনিষ্ঠ হয়, তাহলে কোন কথা বলতেই লজ্জা পাবেন না। নিজের কল্পনাশক্তিকে ব্যবহার করুন। দেখুনই না, কতদূর যেতে পারে আপনার কল্পনাশক্তি।
* শুরুটা হোক হাল্কা প্রেমের কথা দিয়ে। আপনি যে তাকে এই মুহূর্তে ‘মিস’ করছেন, সেটা বুঝিয়ে দিন বারেবারে।
* কাল্পনিক পরিস্থিতিতে পড়লে কী করবেন, সেটা নিয়ে গল্প বানানোর মতো কথা বলতে পারেন। দেখবেন বিষয়টা বেশ রোম্যান্টিকই হবে।
* বসে নয়, কথা বলুন শুয়ে শুয়ে। দেখবেন, কথা বলার আমেজাটাই পাল্টে যাবে।
* তাকে যে আপনার কাছে পেতে ইচ্ছা করছে, সেটাও বলুন। পারলে, ‘এখন একসঙ্গে থাকতে পারলে খুবই ভাল হতো’- এই ধরনের কথাও বলুন।
* ক্লান্ত হয়ে পড়লেও মাঝপথে থেমে যাবেন না যেন। সেটা আপনার কাছের মানুষটির কাছে হতাশাজনক হতে পারে।
বিডি প্রতিদিন/এ মজুমদার