সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আন্দোলন করবেন, ব্যর্থ হলে নন্দঘোষ আওয়ামী লীগ। কোথায় আন্দোলন? সোনার হরিণ দেখা তো দিল না আজও। আন্দোলনের সোনার হরিণ দেখা না দিলে ক্ষমতার ময়ূর সিংহাসন কোনো দিন দেখা দেবে না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, পদ্মা মেঘনা নদীতে কত পানি গড়িয়ে যায় কিন্ত ফখরুল সাহেবদের আকাঙ্ক্ষিত সোনার হরিণ দেখা যায় না। ক্ষমতার ময়ূর সিংহাসন এখনও অনেক দূরে’!
আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘এই দেশে ভিকটিম মুডে বা ভিকটরি মুড নিয়ে নির্বাচনে যেতে হয়। আন্দোলনে জিতলে নির্বাচনেও জেতা যাবে। ষড়যন্ত্র করে কাউকে হত্যা করতে পারবেন, ক্ষমতা পাওয়া যাবে না। ১৩ বছর ধরে কত শুনলাম রোজার ঈদের পরে, কোরবানির ঈদের পরে— দেখতে দেখতে ১৩ বছর’।
বিডি প্রতিদিন/ফারজানা