নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, কোনো সমাবেশে কাজ হবে না। দেশের সব কিছু ঠিকঠাক চললেও তারা বলছে দেশ নাকি শেষ হয়ে গেছে। দেশ শেষ হয় নাই। যারা বলছে, তারাই শেষ হয়ে যাচ্ছে বলেই তারা মরণ কামড় দিতে চায়। তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিলো। করতে পেরেছে? পারেনি। এদেশে টানা ৯৩ দিন অবরোধ করেছে। জ্বালাও, পোড়াও ভাঙচুর ও লুটপাট করেছে। তারা এই দেশটিকে পাকিস্তান শ্রীলঙ্কারমত একটি ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়। ২০০৮ সালের পর থেকে শেখ হাসিনার সরকার আমলে দেশের আমুল পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এগিয়ে গেছে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উঠে গেছে। এই বাংলাদেশকে টেনে আর নিচে নামানো যাবে না।
শনিবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি একই মঞ্চে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্যাতিত দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে মুঞ্জুরীকৃত অনুদানের চেক বিতরণ করেন এবং বিকালে তিনি উপজেলার রাজারামপুর ইউপি’র দিনাজপুর জেলার ঢেপা, পুনর্ভবা ও টাঙ্গান নদীর তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্পের উদ্বোধন ও আজিমপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্ধোধন ও শুধী সমাবেশে যোগ দেন।
বিরল উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফছানা কাওছার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কমিশনার (ভূমি) আব্দুল ওয়াজেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম অরু, সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলী ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুর রহমান রহমান। এছাড়া সমবায়ী সংগঠক বিভুতি ভুষন রায়, রাবেয়া খাতুন প্রমুখও বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল