ট্রেন ভ্রমণে গিয়ে যদি কাউকে তার একটা কান বিসর্জন দিতে হয় তাহলে এরচে' মর্মান্তিক ঘটনা আর কি হতে পারে! শনিবার চেন্নাই-তিরুনেলভেলি নেল্লোর এক্সপ্রেসে এমন ঘটনাই ঘটেছে। ৫৪ বছর বয়সী চার্লস রাতে ঘুমোতে যাওয়ার আগে পুরোপুরি অক্ষত ছিলেন। কিন্তু সকালে খানিকটা ওজন কমিয়ে ফেলেন। আর এর জন্য দায়ী ইঁদুর।
আশ্চর্যের ব্যাপার হলো ঘুমন্ত চার্লসের কান দিয়ে জমিয়ে ডিনার সেরেছে ইঁদুর কিন্তু তিনি সেটা টেরই পাননি। এদিকে, স্থানীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইঁদুরের উপদ্রব নিয়ে এর আগেও অভিযোগ এসেছে। ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল। কিন্তু কিছুতেই ইঁদুরের উৎপাত বন্ধ করা যাচ্ছে না। এরজন্য অবশ্য রেল কর্তৃপক্ষ যাতীদেরই দুষলেন। জানালেন, ট্রেন থেকে নামার আগে অবশিষ্ট খাবার ট্রেনেই ফেলে দেন অনেকে। আর সেই খাবারের লোভেই ইঁদুরের দল ছুটে আসে।