পানির বিল পাকিস্তানি মুদ্রায় দুই লাখ ৬৩ হাজার ৭৭৪ রুপি। পরিশোধ করতে হবে ১০ দিনের মধ্যে। টাকার অঙ্কটা মাথা ঘুরিয়ে দেবার মতো তো? কিন্তু আসল ঘটনা তা নয়। ঘটনা হলো বিলটা এসেছে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর বোন ফাতেমা জিন্নাহর নামে, যিনি মারা গেছেন ৪৭ বছর আগে! খবর টাইমস অব ইন্ডিয়া।
বিলের এই নোটিশে বলা হয়, নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বিল পরিশোধ করা না হলে পানি সরবরাহের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। বিল পরিশোধ করা না হলে ভূমি রাজস্ব আইন অনুযায়ী খেলাপি গ্রাহকের সম্পদ বাজেয়াপ্ত ও নিলামে তোলা হতে পারে এবং জরিমানাও করা হতে পারে। এমনকি তাকে গ্রেফতারও করা হতে পারে।
নোটিশে বিল পরিশোধের শেষ সময় ছিল ২৮ মে। নোটিশে আরও বলা হয়, বিলটি যথাসময়ে পাওয়া যায়নি—এমন অজুহাত মেনে নেওয়া হবে না।
মজার ব্যাপার হলো এই বিলের নোটিশটি আরএ২৪১ ক্যান্ট—এ ঠিকানায় থাকা বাড়িতে পাঠানো হয়েছে; যা এখন জাদুঘর হিসেবে ব্যবহূত হচ্ছে। জাদুঘরটিতে জিন্নাহ ও তার বোন ফাতেমার ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র রাখা হয়েছে।
জিন্নাহ ১৯৪৪ সালের মার্চে এক লাখ ১৫ হাজার রুপি দিয়ে 'ফ্ল্যাগ স্টাফ হাউস' নামের বাড়িটি কিনেছিলেন। ১৯৪৮ সালের সেপ্টেম্বর থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ফাতেমা এই বাড়িতে বসবাস করেন। ১৯৬৫ সালে নির্বাচনে হেরে যাওয়ার পর তিনি এই বাড়ি ছেড়ে দেন। ১৯৬৭ সালে তিনি মারা যান।
তবে করাচির কমিশনার পানি ও পয়ঃনিষ্কাশন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালককে এই নোটিশটি ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছেন।