পুরুষরা বরাবরই নিজেদের অন্যের থেকে এগিয়ে রাখেন। সমস্ত বিষয়েই তারা মনে করেন নিজেরা মেয়েদের থেকে এগিয়ে। কিন্তু কনডম কেনার কথা উঠলেই তারা লজ্জায় পড়ে যান। এটা অবশ্য কারো নিজস্ব মতামত একেবারেই নয়। এক ভিডিও থেকেই জানা গিয়েছে এই কথা।
ভারতীয় পুরুষরা কনডম কেনার সময় মনে মনে কী অনুভব করেন, সে নিয়েই এক মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করা হয়েছে। এই ভিডিওর থিমও এটিই। এই ভিডিওটি বানিয়েছে কমেডি অল ইন্ডিয়া নামের একটি দল। ইউটিউবে ইতিমধ্যেই প্রায় ৭৬ হাজারেরও বেশি লোক এই ভিডিওটি দেখেছেন।
এই ভিডিওটিতে তিনজন পুরুষকে দেখানো হয়েছে, যারা আলাদা আলাদাভাবে কনডম কেনেন। ভিডিওর শুরুতে লেখা আছে, ভারতীয় পুরুষরা কীভাবে কনডম কেনেন। যদিও বেশ মজাদারভাবেই এই ভিডিওটি বানানো হয়েছে। কিন্তু এটি থেকে একেবারে স্পষ্ট যে, আজকের যুগে দাঁড়িয়েও একজন পুরুষ প্রকাশ্যে কনডম কিনতে লজ্জা পান।
এর আগেও ‘খোয়াইশ’ ছবিতে এমনই একটি দৃশ্য দেখানো হয়েছিল। ওই দৃশ্যে মল্লিকা শেয়াওয়াতের পুরুষ সঙ্গী কনডম কিনতে লজ্জা পাচ্ছিলেন। তখন মল্লিকাকেই বাধ্য হয়ে কনডম কিনতে দেখা যায়।