শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নাচনমোহরী গ্রামের কুদ্দুস মাস্টারের ৩ ফুট লম্বা দাড়ি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ১৮ বছর বয়স থেকেই আমির উদ্দিন (কুদ্দুস মাস্টার) দাড়ি রেখে লম্বা করছেন। ৬৯ বছর বয়সের কুদ্দুস মাস্টারের স্বপ্ন লম্বা দাড়ির জন্য তার নাম গিনিস বুকে লেখা হবে। বর্তমানে তার দাড়ির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট লম্বা।
এলাকার লোকজন জানান, কুদ্দুস মাস্টার দাড়ির অনেক যত্ন নেন। তার লম্বা দাড়ি দেখার জন্য দূর-দূরান্ত থেকে নাচনমোহরী গ্রামে লোকজন আসে। আর এতে কুদ্দুস মাস্টার খুশি হন।