সৌদি আরবের এক যুবক বেশ কিছুদিন ধরে নাকের সমস্যায় ভুগছিলেন। নাক দিয়ে মাঝে মধ্যেই রক্ত বের হচ্ছিল তার। গত মাসে ২২ বছর বয়সী সেই যুবক চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক যা জানালেন তাতে যে কারো চোখ কপালে উঠে যাবার অবস্থা হবে। কারণ ডাক্তার জানিয়েছেন, নাকের ভিতর এক সেন্টিমিটারের মতো সাদা হাড় দেখা যাচ্ছে। পরীক্ষার পর দেখা গেল সেটা একটা দাঁত যা বৃদ্ধি পাচ্ছে।
রোগীর বিস্ময় ততক্ষণে আকাশে। এরপর তিনি গেলেন দাঁতের ডাক্তারের কাছে। পরীক্ষা করে তিনিও দেখে জানান, ওটা হাড় নয়, একটা দাঁতের অংশ দেখা যাচ্ছে।
পরে যুবকের নাকের ভিতর থেকে অপারেশন করে দাঁত আলাদা করে দেওয়া হয়। আইওয়া বিশ্ববিদ্যালয়ের মুখের রোগ বিশেষজ্ঞ ডাক্তার জন হেলস্টেইন জানান, এইরকম অতিরিক্ত দাঁতের বৃদ্ধি বিরল ঘটনা। আমি কখনও দেখিনি।