ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় মাছের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। তবে মজার ব্যাপার হল, এতে বিছানার বদলে পুকুর ও অ্যাকুরিয়াম থাকবে।
ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব এনিমেল অ্যান্ড ফিসারি সায়েন্সের অধ্যাপক টি জে আব্রাহাম বলেছেন, 'হাসপাতালটিতে ২৫টি বৃত্তাকার পুকুর থাকবে। প্রতিটি পুকুরে ৫০০ লিটার পানি এবং ৫০টি করে কাচের অ্যাকুরিয়াম থাকবে। এখানে অসুস্থ মাছ রেখে চিকিৎসা করা হবে।'
গবেষকেরা বলছেন, দক্ষিণবঙ্গে মাছের অন্তত ৬০ ধরনের রোগ ও অস্বাভাবিকতা দেখা যায়।
হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়েছে, ২০১৫ সালের মাঝামাঝি কাজ সম্পূর্ণ হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ১.৭৫ কোটি রুপি।