পার্লামেন্টে অধিবেশন চলছে। জাতীয় বাজেট পাঠ করছেন অর্থমন্ত্রী। অথচ পার্লামেন্টের সব মন্ত্রী ও সদস্য ঘুমাচ্ছেন। বক্তার বক্তব্য যেন ঘুমের থেরাপি!
এমনকি প্রেসিডেন্ট নিজেও তন্দ্রাচ্ছন্ন। মাঝে-মধ্যে ঢলে পড়ছেন। এ যেন বাজেট অধিবেশন নয়, ঘুমের অধিবেশন!
এমনই চিত্র উগান্ডার পার্লামেন্টের। তবে প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনির মুখপাত্র হেলেন কাওয়েসা বলেছেন, 'প্রেসিডেন্ট তন্দ্রাচ্ছন্ন ছিলেন না, তিনি চোখ বুঝে চিন্তা করছিলেন।'
প্রেসিডেন্টের এই ছবি প্রকাশকারী ওই সাংবাদিককে নিষিদ্ধ করেছে প্রেসিডেন্ট অফিস।
উগান্ডায় পার্লামেন্টে চার বছর আগেও এমন ঘটনা ঘটেছিল। প্রেসিডেন্ট তার বার্ষিক বক্তব্য দিচ্ছিলেন আর ডেপুটি প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিরা সবাই ঘুমোচ্ছিলেন।
স্থানীয় একটি ট্যাবলয়েড ম্যাগাজিন প্রথম পাতায় সেই ছবি প্রকাশ করে প্রধান শিরোনাম দিয়েছিল 'জাতি ঘুমায়'।