মাছের রোগ নির্ণয় ও সমাধানের জন্য দেশের প্রথম হাসপাতালটি তৈরি হবে ভারতের কলকাতা রাজ্যে। ২০১৫ সালের মাঝামাঝি সময়ে তৈরি হবে হাসপাতালটি, বুধবার জানিয়েছেন রাজ্য স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তা। মাছচাষীদের সুবিধার্থে এই হাসপাতালে থাকবে মাছ সংক্রান্ত যাবতীয় রোগের চিকিৎসার সর্বাধুনিক ব্যবস্থা।
হাসপাতালটির প্রাথমিক নির্মাণের কাজ শেষের দিকে। মাছের জন্য হাসপাতালে ২৫টি বৃহদাকার জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স-এর মাইক্রোবায়োলজিস্ট আব্রাহাম জানিয়েছেন, ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে এই উদ্যোগ সর্বপ্রথম নেওয়া হল কলকাতায়।
ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ এর অর্থে এই হাসপাতাল গড়া হবে। হাসপাতালের লক্ষ্য হবে রাজ্যজুড়ে মাছের ফলন বাড়ানো। বর্তমানে প্রতিবছর রাজ্যে প্রায় ১৫ লক্ষ টন মাছ উৎপাদন হয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, তার মধ্যে প্রায় ২০ শতাংশ মাছই নানা রোগে ভোগে। যার ফলে উৎপাদন সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।