বাস্তবে খোঁজ মিলেছে কিছু মানুষের, যারা মানুষের রক্ত পান করেন! তবে রূপালি পর্দার সঙ্গে তাদের বেশ পার্থক্য রয়েছে। রূপালি পর্দার ভ্যাম্পায়াররা যেখানে রাতের পোশাক আর অদ্ভূত চেহারায় ঘোরাফেরা করে সেখানে বাস্তবের ভ্যাম্পায়াররা কিন্তু আর দশটা সাধারণ মানুষের মতই। এরা নিজেদেরকে ভ্যাম্পায়ার হিসেবে পরিচিত করতে এবং সেরকম আচরণ করতে বেশ পছন্দ করে।
তবে চলচ্চিত্রের ভ্যাম্পায়ারদের মতো চুপি চুপি নয় বরং মানুষের সম্মতিতেই এরা রক্ত পান করে থাকে। এরকমই একজন ভ্যাম্পায়ার জুলিয়া ক্যাপলেস। ৪৫ বছর বয়সী এই নারী ৩০ বছর ধরে দাতাদের রক্ত পান করে আসছেন। তার বিশ্বাস মানুষের রক্ত পানে শরীরে শক্তি বৃদ্ধি পায় পাশাপাশি তারুণ্যও ধরে রাখা যায়।
সিনেমায় দেখা ভ্যাম্পায়ারদের দেখেই এ অদ্ভূত নেশায় পেয়েছে তাকে। রক্ত পানের জন্য জুলিয়া রক্তদাতাদের শরীরে একটি সূক্ষ্ণ ফুটো করেন। এরপর সেখান থেকে রক্ত চুষে পান করেন।