কেনিয়ার বুকুসু সম্প্রদায়ের কাছে 'খৎনার মৌসুম' মানে উৎসবমুখর দিন আর আর সংশ্লিষ্ট এলাকায় অবস্থানরত অন্য সম্প্রদায়ের পুরুষদের কাছে এটা আতঙ্কের সময়। গান, খাবার আর বিয়ারের মাধ্যমে মৌসুমটা উদযাপন করেন বুকুসু সম্প্রদায়ের অধিবাসীরা। প্রতি বছর আগস্ট মাসে খৎনার মৌসুম শুরুর পর এখন পর্যন্ত অন্য সম্প্রদায়ের ১২ পুরুষকে ধরে জোর করে খৎনা করিয়ে দিয়েছেন বুকুসুরা। জোরপূর্বক এমন খৎনা থেকে বাঁচতে অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন কিংবা পুলিশের কাছে আশ্রয় নিয়েছেন।
সবচে' ভয়ঙ্কর ব্যাপার হলো বুকুসুরা খৎনা করান সনাতন পদ্ধতিতে। অর্থাৎ কোনোরকম ব্যথানাশক ওষুধ প্রয়োগ না করে স্রেফ ছুরি ব্যবহার করা হয়। স্থানীয় এক পুত্রিকার খবরে জানা যায়, এই মৌসুমে এই পদ্ধতিতে ১৩ বছরের এক কিশোরের খৎনা করতে গিয়ে তার পুরুষাঙ্গই কেটে ফেলা হয়েছে। এই খবর প্রকাশের পর সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক আরও বেড়ে গেছে।
কেনিয়ার মাওস ব্রিজ শহরে অবস্থানরত তুরকানা সম্প্রদায়ের পুরুষরাই মূলত জোরপূর্বক খৎনার শিকার হচ্ছেন। বুকুস সম্প্রদায়ের অধিবাসীরা খৎনা করা হয়নি এমন পুরুষদের খুঁজে বের করে তাদের খৎনা করে দিচ্ছেন।
এদিকে, পুলিশ বিষয়টি জানলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ওকুমু জানিয়েছেন, জোরপূর্বক খৎনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
স্থানীয় বুকুসু নেতা ডাব্লিউ ডাব্লিউ ওয়ালিআওলা জানিয়েছেন, খৎনা শরীরের জন্য উপকারী। আর সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।