উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টের সিটি এয়ারপোর্টে অবতরণের সময়ে এক পাইলটের কৃত্রিম বাহু দেহ থেকে আলাদা হয়ে গেলে তিনি বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এ সময়ে দুই ইঞ্জিনের ড্যাশ-৮ নামের বিমানটি অটো পাইলট ব্যবস্থার আওতায় ছিল না বরং তা নিয়ন্ত্রণ করছিলেন বিমান চালক স্বয়ং। ফলে প্রচণ্ড বেগে অবতরণ করলেও সৌভাগ্যক্রমে বিমানের ৪৭ জন যাত্রীর কেউ আহত হননি বা ড্যাশ-৮ বিমানটির কোনো ক্ষতি হয়নি।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে। সম্প্রতি বিমান দুর্ঘটনাবিষয়ক তদন্ত বিভাগ বা এএআইবি’র প্রতিবেদন থেকে তা জানা যায়।
এ ঘটনার পর পাইলট বলেছেন, ভবিষ্যতে কৃত্রিম বাহু দেহে বাঁধার ক্ষেত্রে তিনি আরো সতর্ক হবেন এবং ভালোভাবে তা পরীক্ষা করে দেখবেন। এ ছাড়া ভবিষ্যতে এরকম জরুরি অবস্থা দেখা দিলে কো পাইলটকে নিয়ন্ত্রণ গ্রহণের পরার্মশ দিবেন বলেও জানিয়েছেন তিনি।
বিমানটি দ্যা ফ্লাইবি নামের একটি বেসরকারি বিমান সংস্থার। দুর্ঘটনার পর এক বিবৃতিতে ফ্লাইবি বলেছে, ঘটনার সঙ্গে জড়িত বিমান চালক এ সংস্থার একজন প্রবীণ এবং আস্থাভাজন অভিজ্ঞ পাইলট। নিয়োগের সমান সুযোগ নীতির আওতায় এ সংস্থা দৈহিক প্রতিবন্ধীদের চাকরি দেয়।