বুড়ো শব্দটি শুনতে একেবারেই নারাজ প্যাডি। কেনই বা নারাজ হবেন না, ৮০ বছরের খুনখুনে হাড় নিয়ে তিনি মঞ্চে যে কাপুনি তুললেন তাতে দর্শক গ্যালারি একেবারেই হতবাক। আর বিচারকদের যারা তাকে দেখে প্রথমেই লালকার্ড দেখিয়েছিলেন তাদের তো নাকই কাটা গেল।
ব্রিটেনের হিট টেলিভিশন শো ব্রিটেনস গট ট্যালেন্ট। প্যাডি আর নিকোর পারফরম্যান্সের ঝলকে কেঁপে উঠল স্টেজ। প্যাডির বয়স ৮০। মুখের চামড়া কোঁচকানো। কিন্তু, পা আর কোমরে কুড়ির উচ্ছলতা, যেন ফ্র্যাঙ্ক সিনাত্রাকেও হার মানায়। প্যাডি মঞ্চে উঠতেই হাই তুললেন প্রতিযোগিতার বিচারক। নাচ শুরু হতেই সিমন কাওয়েল নেগেটিভ ভোটও করে দিলেন। ঠিক তার পরেই শুরু হয়ে গেল অবিশ্বাস্য দৃশ্য।
বিচারকদের মধ্যে ডেভিড উইলিয়ামস, আলেশা ডিক্সন, আমান্ডা হোল্ডেন দাঁড়িয়ে উঠে প্রশংসায় ভরিয়ে দিলেন প্যাডিকে। পরের রাউন্ডে চলে গেল জুটি। গোটা দুনিয়ার হৃদয় জয় করে নিলেন প্যাডি ও তার নাচের শিক্ষক নিকো।