যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের ছোট্ট শহর করমোরেন্টের বাসিন্দারা তাদের প্রশাসনিক প্রতিনিধি 'মেয়র' হিসেবে নির্বাচিত করেছেন একটি কুকুরকে। ডিউক নামে ওই কুকুরের বয়স ৭ বছর।
মেয়র পদের ডিউকের কাছে পরাজিত হন খ্যাতনামা একজন স্থানীয় রাজনীতিক রিচার্ড শেরব্রুক। তিনি কুকুরটির চেয়ে অর্ধেকেরও কম ভোট পেয়েছেন।
নবনির্বাচিত মেয়র ডিউক আগামী এক বছর এ পদে দায়িত্ব পালন করবে। তবে, কী পরিমাণ বেতন নয়া 'মেয়রকে' দেওয়া হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
মূলত স্থানীয় রাজনীতিকদের ওপর ক্ষোভ থেকেই প্রতিকী অর্থে কুকুরটিকে দাঁড় করানো হয় নির্বাচনে। স্থানীয়রাও রাজনীতিকদের বাদ দিয়ে ভোটটা ফেলেন কুকুরের বাক্সে। মেয়র হিসেবে কোনো প্রাণী নির্বাচিত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে, যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের তালকিতনা শহরের মেয়র হিসেবে একটি বিড়ালকে নির্বাচিত করা হয়।